আমাদের কথা খুঁজে নিন

   

কাপুরুষের দিনরাত্রি

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই দিনটাকে স্মরনীয় করে রাখার চেষ্টা করছি, পারছিনা। বাংলাদেশ ৩ টা উইকেট ফেলতে পারলো, এর মাধ্যমে কি দিনটাকে স্মরনীয় রাখা যায়?যায়না। খবর আশেপাশে গিজ গিজ করে।

চোখ বন্ধ করে অনলাইন পত্রিকার খেলার খবরে চলে যাই, পাছে নিউজ যদি ভেসে আসে,"এইমাত্র শাহবাগে বোমা বিস্ফোরন, ইহুদি-নাসারাদের মৃত্যু,.. কিংবা.. নারাযংন্জে ব্লগারের জবাই করা রক্ত দিয়ে শিবিরের রং খেলা। " বিভতস, বিশ্রী। আমি তাকাই না। আমার মতন দুর্বল মানুষ তাই দেশে যাই না, আর গেলেও বাসায় বসে থাকি। বাংলাদেশের কোন বন্ধুর সাথে দেখা হলে প্রানপণ চেষ্টা করি রাজনীতি-শাহবাগ-নাস্তিক ইস্যু যেন কোনভাবেই আলাপে না উঠে।

হিটলিষ্টের ভয়-ডর রোজ মা দেশ থেকে মনে করিয়ে দেন। একটা বোরখা লাগবে, কন্ঠের উপরে আবরণ দিয়ে রাখবো। আঙ্গুলগুলো কেটে ফেলবো, নইলে আমার গলা এরা কেটে ফেলবে। ভুল বললাম, জবাই করবে। নারায়ে তকবির রব উঠবে।

ফিনকি রক্ত, কোরবানি'র ঈদের মতন আমেজ। আহা!!! ইচ্ছে ছিলো মরনোত্তর চোখ আর দেহ দান করবো। প্রকাশ্যে বলেছিলাম কথাটা, এখানের ডাক্তারেরা বাহবা দিলেন, হাতে একখানা ফর্ম দিয়ে সাক্ষর চাইলেন। শিবিরের ছেলেটা বলে উঠলে,'দেহ যাবে কব্বরে, তুই দেহখান দিয়ে দেস। তুই নাস্তিক, মুরতাদ, কাফের, শুকোর, নুডলস, ডাল ভাত ও আরো কত কি! ' ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.