আমাদের কথা খুঁজে নিন

   

কাপুরুষের পাচালী



তোমার কাছে চাইনি কভু চাওয়ার মত করে অতৃপ্ত এই বুকখানি দাও ঋালবাসায় ভরে চাইনি কভু আবেগ ভরে বাড়িয়ে দুখান হাত ঈাশে বসে দুদণ্ড কাটাও এমনি চাদনী রাত চাইনি ভুলেও হাতটি ধরে প্রিয় নিত্য তোমার চলার পথে আমায় সঙ্গে নিও চাইনি এসে দ্বারে আমারে দাও উঞ্চতার ছোয়া রেখে তোমার বুকের পরে চাইনি তবু হেসে আমার ব্যথায় কাদ সুখে হাস ভালবেসে চাইনি হঠাৎ তোমার তরে আমায় রাখ তোমার প্রেমের সকল পূর্ণ করে চাইনি ধরে হাত আমার থেকো নিত্য যামী অজস্র দিনরাত তোমার কাছে চাইনি আমি কান্নাভেজা সুরে অনাহতের অপূর্ণতা দাওগো পূর্ণ করে চাইনি তোমার কাছে প্রিয় তোমার মাঝে সত্য গোপন সবি আমায় দিও তোমার কাছে চাইনি মন্ত্রমুগ্ধ হয়ে দাও কথা দাও আর জীবন আমায় নিবে বয়ে চাইনি কভু আমি সমাজ শাসন বাধ ডিঙিয়ে আমার হবে তুমি চেয়েছিলাম তোমার দুঃখ হাসির গল্প আমায় বল লজ্জা ঢেকে সম্পূর্ণ বা স্বল্প চেয়েছি তোমার ব্যথার ভাগ আমায় দিও হৃদয়ে পোড়া দাগ চেয়েছিলাম এই মিনতিখানি নিত্য কয়ো কথা আমার সনে রাণী তোমার সুবাস তোমার সাফল্য তোমার ভালবাসা ডদও না হয় নাইবা দিও চেয়েছিলাম তোমার বিশ্বাসটুকু আমায় দিও প্রিয়। ---সোহেলুর রহমান ২০.০৩.২০১০ ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.