আমাদের কথা খুঁজে নিন

   

কাপুরুষের ভালবাসা

সচেতন হই , সচেতন করি । তোকে এতো ভালো লাগে কেন ? বারবার শুধু চোখ পরে যায় চোখের যদি থাকতো নাটাই, রাখতাম বেধেঁ ঐ চোখ দুটি কে যেন তোকে দেখতে না পাই। যতোবার দেখছি পাগল হচ্ছি তোর রূপের নেশায়। চুরি চুরি করে দেখছে এই দুই চোখ তোকে সবো‌‍ক্ষণ, চোখের তৃষ্ণা সে যে কি নেশা যদি জানতি তবে বুঝতি আমার উচাটন। আমার অন্তর আত্নার সমস্ত ভালবাসা দিয়ে তোকে করিতাম যতন, যদি হতিস আমার সকাল,দুপুর,সন্ধাবেলা, আর আমার ‍‍সপ্নের পাদ্মকানন। ভালবাসি তোকে এ কথা বলার সাহস কভু ছিলো নাকো আমার বুকে, তবুও নিরব কবি আমি শেষ কথা বলে যাই ভালবাসার সমস্ত আবেগ দিয়ে চেয়েছিলাম জীবন সঙ্গী করতে তোমায়। তুই আজ আন্য কারো,আমিও আর আমার নাই তবুও বুকের মাজে শূণ্যতা কাজ করে, যদি বলতে পারতাম ভালবাসি তোমায়…।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.