আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সময়ের শ্রেষ্ঠ গণিতবিদ , আসুন একটু জানি তাকে

আপনে নামকরা কয়টা বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারেন ? ওকে আমি বলে দিচ্ছি , MIT, CalTech, Berkeley, Princeton, Harvard, Stanford এই নাম গুলাই তো আসতো , তাই না ? উপরের প্রতিটা বিশ্ববিদ্যালয় , জ্বি হ্যা উপরে উল্লেখ করা প্রতিটা বিশ্ববিদ্যালয় তাকে অফার করছে , ওদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবার জন্য । প্রফেসার হবার জন্য। তিনি সেই সুযোগ নাই । এক নিভৃত চারী গণিতবীদ । তিনি সেই গণিত বিদ যিনি EMS Prize (1996), Fields Medal (2006), Millennium Prize (2010) নিতে অস্বকৃতি জানিয়েছেন ।

কোন প্রাইজ নেন নাই । যিনি ১ মিলিয়ন ডলার প্রাইজ মানি ফিরিয়ে দিয়েছেন । যিনি মিডিয়ার সাথে কথা বলা খুব অপছন্দ করেন এবং সব সময় মানুষ এডি্যে চলেন । আমাদের সময়ের শ্রেষ্ঠ গণিতবিদ । অসংখ্য শ্রদ্ধা আপনাকে।

আসুন আমরা তার সম্পর্কে একটু জানি । নাম : গ্রেগরী পেরলম্যান / Grigori Perelman জন্ম : ১৩ জুন ১৯৬৬ , লেনিনগ্রাদ, সোভিয়েত ইউনিয়ান সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া এর বাসিন্দা। পড়াশুনা : লেনিনগ্রাদ স্কুল , ১৯৮০ সালে তিনি School of Mathematics and Mechanics of the Leningrad State University থেকে পি.এইচ.ডি করেন । ১৬ বছর বয়সে তিনি International Mathematical Olympiad থেকে সর্বোচ্ছ নম্বর নিয়ে গোল্ড মেডেল জিতে নিয়েছিলেন। সোভিয়েত ইউনিয়ান ভেংগে যাবার পর তার পরিবার আমেরিকা চলে আসে এবং এখানেই তিনি গবেষনা শুরু করেন।

তিনি NYU and Berkeley তে বেশীর ভাগ গবেষনা করেন। ৯০ দশকের পর তিনি একে একে পৃথিবী কে তাক লাগাতে শুরু করেন । গত ১০০ বছরের সায়েন্স ইতিহাসে যে সব সমস্যা সমাধান করা সম্বব ছিল না ,, তিনি একে একে সব সমাধান করেন । উল্লেখযোগ্য কাজ : ১. আজ থেকে ৬ বছর আগে তিনি সমাধান করেন পয়েন কেয়ার কনজেক্টরি ফর মাল্টি ডাইমেনশনাল জিওমেট্রি । যা দ্বারা কোয়ান্টাম পদার্থ বিদ্যা, আপেক্ষিকতা বাদ তত্ব, এবং এই বিশ্ব এর শেইপ সম্বন্ধে ধারণা দেন ।

২.রেমেনিয়ান জিওমেট্রি, এবং জিওমেট্রিক টপলোজি এর সঠিক ব্যাখ্যা দেন । ২০০৬ সালে তিনি ইতিহাসের স্বাক্ষী হন , ফিল্ড মেডেল (গণিতের সর্বোচ্ছ পদক) নিতে অনিহা প্রকাশ করেন। এবং চাকুরী ছেড়ে দেন, দাড়ি এবং চুল কাটাও ছেড়ে দেন । তিনি তার কোন কলিগ এর সাথে যোগাযোগ রাখতেন না। শুধু একবার এক কলিগ কে বলেছিলেন , “I have all that I need,” ।

মিডিয়ার সাথে কখনই কথা বলতেন না, তাই অনেক কম তথ্য আছে নেটে । এখন তিনি মায়ের সাথে বসবাস করছেন। তার এক বোন আছেন, তিনিও সায়েন্টিস্ট। বর্তমানে ইসরা্ইল এর Weizmann Institute of Science কাজ করেন । নেটে অনেক কথাই পাবেন , সবই মিথ্যা ।

তিনি কাউকে কোন দিন ইন্টারভিউ দেন নাই । সবচেয়ে করুণ হলো, তার বায়োগ্রাফার Masha Gessen, কেও কোন তথ্য দিয়ে সাহায্য করেন নাই । তাও Masha Gessen, একটা বই লিখেছিলেন , নাম : Perfect Rigor: A Genius and the Mathematical Breakthrough of the Century বর্তমানে তিনি নিভৃতে বসবাস করছেন। অনেকেই বলে তিনি রাশিয়ার জাতীয় সিকিউরিটি রিস্ক এ আছেন। তা কোন কিছুই সত্য নয় ।

সব চটকদার খবর , পয়সা কামানোর জন্য । জানি না কেমন হলো। আপনারা সার্চ করলে আরও জানতে পারবেন। ধন্যবাদ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।