আমাদের কথা খুঁজে নিন

   

সায়েন্স ফিকশান _হিউম্যান স্যাটেলাইত-১ম পর্ব ঃ



মহাকাশ ষ্টেশন আরিবান । বিশাল আকারের দুটা কৃত্রিম উপগ্রহের সমন্বয়ে আরিবান পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে । পৃথিবী থেকে প্রায় দুই হাজার কি মি দূরে ৭৬ কি মি/সে বেগে ভ্রমণরত অবস্তায় আরিবান পৃথিবীর সার্বিক নিরাপত্তা রক্ষায় সর্বদা আতন্ত্র প্রহরী । আমারিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার তত্ত্বাবধানে আরিয়ানে কাজ করছে বিশ্বসেরা ক’জন নভোচারী এবং বিজ্ঞানী । কিছুদিন ধরে আরিয়ান এর সেন্সর রাডার এ মহাজাগতিক রশ্মির মতো কিছু আজানা রশ্মি ধরা পড়ছে ।

কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না । ডঃ আলিনদারকে একটু বিমর্ষ দেখাচ্ছে । মাইকেল ক্লার্ক তার দুঃচিন্তার কারন জানতে চাইলে ডঃ আলিনদার বললেন, আমি যা অনুমান করছি টা যদি সত্য হয় তাহলে সারা পৃথিবীতে মাহাবিপর্যয় নেমে আসবে । আমার ধারনা যেন মিথ্যা হয় ঈশ্বর আর কাছে সেই প্রার্থনা কর । ক্লার্ক একটু অবাক হল ডঃ আলিন্দারের কথা শুনে, জানতে চাইল কি ঘটনা ঘটতে যাচ্ছে ? ডঃ আলিন্দার তাকে একটা পুরনো চামড়ায় মোড়ানো বই দেখিয়ে বললেন, এই বইটা ধ্বংসপ্রাপ্ত আলেকজান্দ্রিয়ার গ্রন্থশালা থেকে পাওয়া গেছে ।

আমরা আজ যে রকম মহাজাগতিক সিগন্যাল পাচ্ছি, তার কিছুটা নমুনা এখানে পাওয়া গেছে । এতে স্পষ্ট ভবিষ্যৎবানী করা হয়েছে যে “আজ থেকে কয়েক হাজার বছর পর ফ্লাইং ক্লোরা পৃথিবীতে আক্রমন চালাবে ্‌্‌্‌্‌্‌্‌্‌, কারন তারা পৃথিবীর চারপাশে স্থিতিশীল অবস্তায় লক্ষ লক্ষ বছর অবস্থান করবে । কেউ বুঝতেও পারবে না ,কারন তারা সাধারণ কোন শক্তি কিংবা তরঙ্গ নয়, এরা হবে এক ধরনের মহাজাগতিক রশ্মি । এরা পৃথিবীর বাইরে ওজন স্তরের কিছুটা বাইরে শক্তিশালী বেষ্টনী স্তাপন করে প্রচণ্ড গতিতে পরিভ্রমন করছে, পৃথিবীকে মহাজগতের নানা ক্ষতিকর রশ্মি থেকে মুক্ত রাখতে ...। তবে পৃথিবী যখন একটা সীমার অতিরিক্ত ক্ষতিকর রশ্মি বিকিরণ করবে , তখন ফ্লাইং ক্লোরা তাদের গতি পরিবর্তন করে পৃথিবীতে ছুটে আসবে এবং ধ্বংস করে দিবে আমাদের এই পৃথিবীকে ।

যার কবল থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব ,। কারন তারা শক্তি বিশেষ , প্রাণী নয় । তাই কোন সাধারণ উপায়ে এদের থামানো যাবে না ......। । শুধু মাত্র যদি এদের মতো করে কোন তরঙ্গ সৃষ্টি সম্ভব যারা পৃথিবীর বিকিরিত সব ক্ষতিকর রশ্মি শোষণ করে এবং ফ্লাইং ক্লোরাদের মতই গতিশীল অবস্তায় কৃত্রিম পাহারা স্থাপন করবে ।

তারাই কেবল পারবে এদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে । । যারা কখনো ফ্লাইং ক্লোরাদের মতো উত্তেজিত হবে না । নিজেদের বিলীন করে দিয়ে হলেও তারা তাদের প্রাণের পৃথিবীকে রক্ষা করবে...।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.