আমাদের কথা খুঁজে নিন

   

মেঘপঞ্জিকা - দোল পূর্ণিমার রাত

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

শুরুটা করি কাল রাতের একটা মুহূর্ত দিয়ে। সময়টা তখন রাত সাড়ে আটটা। সাবওয়ে থেকে উঠছিলাম। তখনও জানি না কি অপেক্ষা করছে একটু পরেই আমার জন্য।

কানে হেডফোন লাগাতে যাচ্ছি ঠিক সেই সময়টাতেই ধীরে ধীরে মেঘের আড়াল থেকে বেড়িয়ে এলো পূর্ণিমার পূর্ণ চাঁদ। দেখে মুখে হাসি চলে এসেছিল আমার। মুহূর্তটা ঠিক এমনই ছিল যে, আমার মনে হচ্ছিল চাঁদটা বুঝি এতক্ষণ অপেক্ষা করছিল আমারই জন্য। আহ্‌! প্রেয়সী চাঁদ। মেঘ না হলে লুকোচুরি খেলবে কার সাথে! তাই তো অপেক্ষা মেঘের দূতের জন্য ... আর আজ শশীর রূপ দেখে লিখছিলাম - নির্মেঘ রাতের আকাশে চাঁদ সেজেছে দিয়ে পূর্ণিমার টিপ।

এত্ত সুন্দর! মনে মনে কতবার যে আমার প্রাণেশ্বরকে প্রণতি জানাচ্ছিলাম। এমন একটা রাত দেখার সৌভাগ্য করে দিয়েছে বলে। আজ মেঘেরও কোন সাধ্যি শশীর রূপ কে আড়াল করে দেয়। একটা মেঘ ও দেখলাম না আজ রাতের আকাশটাতে। কয়েকটা তারা দেখলাম ঘিড়ে রয়েছে চাঁদটাকে।

দেখে মনে হচ্ছিল আজ বিশ্ব ব্রক্ষ্মান্ড সব বুঝি শশীর মত্ত রূপ অবলোকনে ব্যস্ত। অনেক দিন মনে থাকবে এই রাতের কথা। কথাচ্ছলে একজনকে বলছিলাম, এমন রাতই উপযুক্ত অভিসারের জন্য। অভিসারিকা শশী আজ দোল খেলবে রাতের পৃথিবীর সাথে। দোল-পূর্ণিমার রাত! কি সুন্দর শব্দগুলো! শুনলেই রাধা-কৃষ্ণের কথা মনে পড়ে।

নীচে রাধা-কৃষ্ণের কিছু ছবি দিলাম সেই সাথে আমার জানালার শশীরও একটা ছবি। সবাইকে শুভেচ্ছা এই পূর্ণিমা রাতের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।