আমাদের কথা খুঁজে নিন

   

সিধুর ভ্যাকুয়াম ক্লিনার

আশাবাদি,সমাজসচেতন এবং দেশপ্রেমিক
আই সি সি র হুমকিতে সিধুর চাকরি চলে গেল। সিধু এখন বেকার। কি করবে বুজতে পারছে না সে। চারদিকে হন্যে হয়ে চাকরি খুজতে লাগলো সে। কিছুতেই আর নতুন চাকরি মিলছিল না।

বেকার থাকতে থাকতে সিধু যখন হতাশ হয়ে পড়ছিল তখন একদিন তার নামে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো। দেরি না করে পরের দিনই নির্দিষ্ট অফিসে যোগাযোগ করল সে। অফিসের বস সিধুকে বললেন, "তোর কাজ হলো সারাদিন ঘুরে ঘুরে আমাদের প্রতিষ্ঠানের তৈরি ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করা। এভাবে সারা মাসে যত টাকার ক্লিনার বিক্রি করতে পারবি তার দশ পার্সেন্ট বেতন হিসেবে পাবি। " সিধু শর্তের কথা শুনে বুঝতে পারল, তাকে প্রচুর পরিশ্রম করতে হবে।

সে রাজি হয়ে গেল। তারপর সারারাত চিন্তা করল, কীভাবে মানুষকে ভ্যাকুয়াম ক্লিনার কিনতে রাজি করানো যায়। সারারাত ভেবে বেটা সিধু একটা উপায়ও বের করে ফেলল। পরদিন ভ্যানে করে দশটা ভ্যাকুয়াম ক্লিনার আর এক বস্তা গোবর নিয়ে বাড়ি বাড়ি ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি শুরু করল। তার বুদ্ধিতে কাজ হলো।

এক ঘণ্টার মধ্যে সে চারটা ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করে ফেলল। পরের বাড়িটার দরজায় টোকা দিতেই এক মহিলা দরজা খুলে দিলেন। সিধু দেরি না করেই গোবরের বস্তা থেকে কেজিখানেক গোবর ড্রইং রুমে ছুড়ে ফেলল। মহিলা অবাক হয়ে বললেন, "শালা বদ! এটা কি করলি তুই?" সিধু একটু হেসে বলল, "ভয় পাবেন না ম্যাডাম। এই গোবর আমার এই আধুনিক ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পাঁচ মিনিটের মধ্যে একেবারে পরিষ্কার করে দেব।

যদি পাঁচ মিনিটের মধ্যে না পারি তাহলে এই গোবর আমি আপনার সামনে খাব। " মহিলা বললেন, "তাই নাকি?সত্যি সত্যিই খাবি তো? তা গোবর কী এমনিই খাবি নাকি সঙ্গে একটু সস, কাঁচামরিচ দেব?" সিধু বলল, "আগেই খাওয়ার কথা আসছে কেন? আগে তো পরিষ্কার করি?" মহিলা বললেন, "খাওয়ার কথা আসছে কারণ, তুই পাঁচ মিনিট তো দূরের কথা, পাঁচ ঘণ্টায়ও ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে গোবর পরিষ্কার করতে পারবি না। কারণ বিল না দেওয়ার কারণে আমাদের বাসার কারেন্টের লাইনটা কিছুক্ষণ আগে কেটে দিয়ে গেছে। "
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.