আমাদের কথা খুঁজে নিন

   

সিধুর মন্তব্য এবং আমাদের ক্রিকেট

"এক ষ্টেশনের টিকেট কেটে অন্য কোন স্টপেজে নেমে পড়া আমার আজন্ম স্বভাব" ইয়াহু মেসেন্জার : ahmed_wpsi@yahoo.com

গতকাল ষ্টার ক্রিকেটে খেলা দেখতে গিয়ে নভজোৎ সিং সিধু এর বক্তব্য শুনে খুবই ব্যথিত হলাম। অন্যসব কমেন্টটেটর রা ভদ্র এবং ভাল মন্তব্যই করছিল। কিন্তু সিধু না। সব সময়ই চেল্লা ফাল্লা করে বাংলাদেশের বদনামই করছিল। যাই হোক আসল আশরাফুল প্রসঙ্গ!হার্সা বলল, আশরাফুলের ফরম নেই, কিন্তু ও টেলেন্টেড ক্রিকেটার।

তখন সিধু বলল, আশরাফুরের মতো খেলোয়াড়ই নাকি বাংলাদেশে নেই। হারামিটা বলল,আশরাফুল ৩টা ১০০ করেছে। বাংলাদেশে নাকি আর কারো নেই!তাকে দেখাতে বলল উদাহরণ!এর পর আশরাফুলের গড় দেখালো হার্সা। সিধু বলল,বাংলাদেশের অন্য খেলোয়াড়দের গড়ও নাকি এর চেয়ে খারাপ! এক পর্যায়ে সবার কাছে জানতে চাওয়া হলো আজকের ম্যাচে তাদের কার পক্ষে বাজী?সবাই এক বাক্যে বলল: বাংলাদেশ। অন্যদিকে সিধুর কাছে যখন যানতে চাইল,সিধু বলল, টস জিতার পর বাংলাদেশ।

এর অর্থ হলো বাংলাদেশ টস না জিতলে বাংলাদেশ জিততো না! এই সিধুর কোন লাজ লজ্জা নাই। এই গলা বাজির জন্য , বেফাস মন্তব্যের জন্য সে বহুবার ধরা খাইছে , আদালত পর্যন্ত গেছে , সবার কাছে মাফ চাইতে হইছে তবু শিক্ষা হয় নাই । একবার সে বলেছিল---"রঙ্গীন পাগড়ী শুধু নিচু শ্রেণীর শিখরাই পড়ে থাকে" । । এহেন মন্তব্যে সে স্ব-জাতির কাছেই ভৎসনার শিকার হইছিল।

পরে মাফ চাইয়া পাড় পাইছে। । ১৯৮৭-তে যে বছর সিধুর ওয়ান ডে ডেব্যু হয় , সেই বছর থেকে আমি তার প্রায় প্রতিটি খেলা মনোযোগ দিয়ে দেখেছি। এ কথা নিদ্ধিধায় বলতে পারি তার থেকে মোর ট্যালেন্টেড খেলোয়ার আমাদের দেশে অনেক আছে এমন কি আমাদের আশরাফুল-ও তার থেকে অনেক বেশী ট্যালেন্ট। কার্ডিফে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে আশরাফুলের যে ইনিংস গুলো আছে ওরকম ইনিংস সিধু তার সমগ্র ক্যারিয়ারে কখনো খেলতে পারে নাই ।

এখন কমেন্টটের হয়ে বড় বড় বুলি ঝাড়ে। সিধুর থেকে ষ্ট্রাইক রেট আমাদের ফর্ম লেস আশরাফুলের বেশী। আরে বোকা , বে সরম----- বিশ্বের সেরা অলরাউন্ডার-ই তো আমাদের ঘরের সাকিব। মহানুভবতা, শ্রেষ্ঠতা কাকে বলে তা তোমার দেশের গ্রেট ব্যাটস ম্যান শচীনের কাছ থেকে শিখে নিও । শচীন কখনো বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে নেতিবাচক কথা বলেনি বরং সে সবসময় ইৎসাহ দিয়ে এসেছে এমনকি সে মনে প্রাণে বিশ্বাস করে আমাদের অনেক লুক্কায়িত ট্যালেন্ট প্লেয়ার আছে।

। । একটা ব্যাক্তি বিশেষ করে এক জন মিডিয়া কমি বা কমেন্টটের সে দেশের বা সে জাতির গুরুত্বপূর্ণ প্রতিনিধি তো সিধুর যদি এই হাল হয় তো সেটা গোটা ভারতের জন্য বড় লজ্জ্বার বিষয় । । বাংলাদেশের মানুষ সত্যিকারের শান্তিকামী তাই এখনো তোমারে গালি দিয়া তোমার শ্রাদ্ধ করে নাই ।

আমি বুঝি না এ রকম কম বুদ্ধি , এত ছোট মানসিকতা নিয়েএকটা মানুষ কমেন্টেটর এর দায়িত্ব পালন করে কিভাবে ?? পরিশেষে সিধুর হেদাযেত কামনা করছি । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.