আমাদের কথা খুঁজে নিন

   

জেনারেশন গ্যাপ.......//

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

গতকালের আন্দাজ,পুরোনো ভেবে আজ পাল্টে নিয়ে আকি দিয়ে কারুকাজ শতরুপে মেখে যত রঙের প্রলেপ এ যে জেনারেশন গ্যাপ !! মঞ্চে যে গান গাই ড্রামের ছন্দে হাত-পা ছুঁড়ে নেচে মহা আনন্দে ইনি দেয় বাহবা,উনি করে নিন্দে বলে সেই তানসেনের শ্রোতা বোদ্বা সঙ্গীতে আজ বুঝি নেই কোন শ্রদ্বা কানে তুলো দিয়ে থাকে, যদি গাই র‌্যাপ ভাবেনা তো এ যে জেনারেশন গ্যাপ !! কাধে কাধ মিলে কপোত কপোতী যুগলে লোকালয়ে এলে লাজ নিন্দা ভূলে তাতেই দুটি চোখ উঠিয়ে কপালে রাম রাম জপে কেউ জাগায় মহল্লা কেউবা আবার বলে নাউজুবিল্লা একরাশ ঘৃনায় করে দৃষ্টি নিক্ষেপ বুঝেনাতো এ যে জেনারেশন গ্যাপ !! সময়ের ট্রেনে চড়া আমি সেই যাত্রী সঙ্গী আমার অনেক পাত্র আর পাত্রী ছুটছি তো ছুটছি দিবস আর রাত্রী তাই দেখে 'বুড়োচাচা' উঠে বলে "ভাতিজারা গেল বুঝি রসাতলে" দীর্ঘশ্বাস ফেলে করে আক্ষেপ জানেনা তো এ যে জেনারেশন গ্যাপ !! প্রতিটা দিন আসে নিয়ে পরিবর্তন চিন্তা চেতনায় হাজার ধরন চাহিদায় আগামীকে করতে বরন বর্তমানকে ছুঁড়ে ফেলে অতীতে বাস করি আমরা ভবিষ্যতে আমাদের চাওয়া পাওয়ার নেই কোন ম্যাপ এ যে জেনারেশন গ্যাপ !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।