আমাদের কথা খুঁজে নিন

   

জেনারেশন !

সময় বদলাইছে, সেই সাথে বদলাইছে জীবনযাপনের ধরণ। নতুন নতুন সব জেনারেশনের আবির্ভাবও তো কম ঘটে নাই। এই নতুন নতুন জেনারেশন আবার নতুন নতুন প্ল্যাটফর্মে উপর দাঁড়ায়ে তৈরি হইসে। যেমন ধরা যায় টেলিকম কম্পানির বদৌলতে আবির্ভাব ঘটসে ডিজ্যুস জেনারেশন, ইন্টারনেটের সামাজিক নেটওয়ার্কের হাত ধইরা আসছে ফেসবুক জেনারেশন। বাংলা সব ব্লগের হাত ধইরা মুক্ত বুদ্ধির চর্চা করতে গিয়া আবির্ভাব হইসে ব্লগীয় জেনারেশন।

আবার পাশ্চাত্যের সংস্কৃতির হাত ধইরা তৈরি হইসে হিপহপ জেনারেশন। এছাড়াও শীশা জেনারেশন, মিউজিক জেনারেশন, সোশ্যাল অয়েলফেয়ার টাইপ জেনারেশন (জাগো, কমিউনিটি অ্যাকশান, সি বি এফ, উদয়.........) ইত্যাদি ইত্যাদি তো আছেই। মাগার এত নতুন নতুন জেনারেশনের পরও আমাদের দেশের যেই জেনারেশনের কোন গুণগত পরিবর্তন এখনও আসে নাই তা হইলো রাজনৈতিক জেনারেশন। ছুডুবেলা থেকে যা দেইখা আসছি তাইই দেখতেসি। যেমন ছোট বেলায় মিছিল মিটিং হইলে রাস্তায় চিল্লায় চিল্লায় যেই শ্লোগান দিত ওইগুলি এখনও আছে।

কয়েকটা নমুনা হইলো এমনঃ ১) জ্বালো জ্বালো... আগুন জ্বালো ২) খুনি ওমুকের গদিতে... আগুন জ্বালো একসাথে ৩) ওমুকের চামড়া... তুলে নেব আমরা ৪) একটা দুইটা ওমুক ধর... সকাল বিকাল নাস্তা কর। ৫) অমুকের কাল হাত... ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও। ৬) আমরা সবাই ওমুক সেনা... ভয় করি না বুলেট বোমা। ইত্যাদি ইত্যাদি আরও অনেক আলতু ফালতু শ্লোগান এখনও শুনা যায়। জাতি হিসাবে আমাদের এতোটাই বদনসিব যে যেইসব জায়গায় আমাদের পরিবর্তন না হইলেও চলতো সেইসব জায়গা পরিবর্তনের নামে বিকৃতির চরমে পৌঁছায়ে গেসে আর যেই জায়গাগুলিতে সত্যিকারারথে একটা সুন্দর পরিবর্তনের দাবি রাখে যেমন রাজনীতি সেইসব জায়গা গুলি এখনও আগের মতই থাইকা গেসে।

কি সব ছাইপাশ মানুষ আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক হইয়া বইসা আসে। সব কিসুরই নাকি একটা শেষ আসে। এখন দ্যাখার বিষয় এই অবস্থার শেষটা আসলে কই হয়। জানি না দেইখা যাইতে পারবো কিনা। তয় দ্যাখতে বড়ই মন চায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।