আমাদের কথা খুঁজে নিন

   

জেনারেশন গ্যাপ...

আমি অকপটে স্বীকার করি যে আমার বুদ্ধি কম। আর তাই বোধহয় বুঝিও কম। বেশি বুঝে গেলে পৃথিবীতে ভাল ভাবে বেঁচে থাকতে কেমন যেনো কষ্ট কষ্ট ঠেকে। কিন্তু বর্তমান প্রজন্ম যা শুরু করলো তাতে করে কমের উপর দিয়ে আর কতদিন চলতে পারবো বুঝতে পারছিনা। ভাগ্নী খুব আবদার এবং একপ্রকার অধিকারের সাথেই বলল মামা মাঠে গিয়ে BPL Season2 এর Opening দেখবো।

প্রচন্ড শীতে মানুষ মারা যাচ্ছে, জ্বালানী তেলের দাম বাড়ছে, আগামী হরতাল কবে ইত্যাদি টাইপ বিষয় বোঝার জন্য ব্রেইনের উপর যথেষ্ট চাপ নিয়ে ফেলেছিলাম, তাই ওর এই “হঠাৎ আদেশ”বুঝতে একটু সময় লেগেই গেলো। আমার বোঝার ক্ষমতা ভাগ্নীরও জানা আছে। তাই ২য় বার রিপিট না করে চুপচাপ দাঁড়িয়ে রইলো উত্তরের অপেক্ষায়। আমি বুঝে বেশ বিজ্ঞের ভঙ্গিতেই উত্তর দিলাম-“আরে টিকিটের যে লাইন!!অসম্ভব। ভীড়ের মধ্যে চীড়ে চ্যাপ্টা হয়ে টিকিট নিয়ে খেলা দেখার থেকে বাসায় বসে খেলা দেখো,ওপেনিং দেখো, যা খুশি তাই দেখো”।

আর ঘটনার সত্যতা প্রমানে পুরোনো কিছু পেপারের বাংলাদেশের খেলার টিকিট কেনার লাইন দেখালাম। ক্লাস টু এর ছাত্রী আমার ভাগ্নী ছবির আশেপাশের লেখা পড়ে ভুল ধরার কোন চেষ্টায় করলনা, দৌড়ে চলে গেলো আর আমি বিজয়ীর ভঙ্গীতে লেপের ভিতর শুয়ে এবার কোন বিষয় বোঝার চেষ্টা করা যায় তা ভাবতে শুরু করলাম। ভাগ্নী আমার আরও দ্রুত বেগে ঘরে ঢুকে হাতে ছোট্ট একটি কাগজ ধরিয়ে দিলো। পড়লাম এবং আবার বোঝার চেষ্টা করলাম। www.easy.com.bd খুব কঠিন কিছু না, কোন একটি ওয়েব সাইটের ঠিকানা।

ভাগ্নির দিকে তাকাতেই বলল-“এখানে টিকিট কিনতে পাওয়া যায়। কষ্ট নেইতো মামা...প্লিইইইজ......”। এখন আর কিছু বলার নেই। কিন্তু ক্লাস টুতে পড়া ভাগ্নি আমার মাথাটা আরো জ্যাম করে দিলো। বুঝতে বাকি নেই যে পাশের ফ্ল্যাটের বাঁদরের ইনফ্লুয়েন্স শতভাগ।

তবুও অবাক হয়ে ভাবি এতটুকু একটা পিচ্চির বোঝার দৌড় এর সাথে আমি কি পিছিয়ে যাচ্ছি?? তথ্য-প্রযুক্তির উন্নতির সাথে সাথে কি আমাদের জেনারেশন গ্যাপ আরও বেড়ে যাবে?? বাবা-চাচা-মামাদের হাত ধরে ভীতু পায়ে কিছু না বুঝে খুশিতে টলমল চোখে পিচ্চি-পাচ্চাদের সেই মেলা দেখার দিন কি তাহলে শেষ!! এই জেনারেশন কখনও বুঝবে সেই না বোঝার মজা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।