আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের ভূমিকম্প



এই ভূমিকম্পের মাত্রা প্রথম বলা হয়েছে ৮.৮ পরে এই ভূমিকম্পের মাত্রা বাড়ানো হয়েছে ৯.০তে এবং পরপর ৩বার হয়েছে একই মাত্রায়। এটা ১৯০০ সালের পরে এই নিয়ে ৪বার এমন বড় ধরনের ভূমিকম্প।এই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতি বেশি হয়েছে"ইওয়াতে""ফুকুসিমা""ইবারাকি""মিয়াগি" এই ৪টি জিলায়।মিয়াগি জিলার মেয়র বলেছেন তার জিলায় কমপক্ষে ১০হাজার লোক মারা গেছে,এখনো আরও অনেক লোক নিখোজ রয়েছেন,মিয়াগি জিলার "ছেনদাই"শহর প্রায় সম্পূর্ন ধংসের অবস্থায়। ভিডিও ১ "ভিডিও ২" "ভিডিও ৩" "ভিডিও ৪" এই ৪নাম্বার ভিডিওটিতে যা বলা হয়েছে"এই দৃশ্যটি ২০১১/৩/১১-তারিখ-১৫:৩৯মিনিট,মিনামি সও শহরের,সুনামি দেখতে পাচ্ছি যে কত উচু হয়ে আর কত দ্রুত অবস্থায় আসতেছে......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।