আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের ডায়েরী-২৪!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

আমাদের দেশে যেমন আনাচে কানাচে পান-বিড়ির দোকান, জাপানেও তেমনি রয়েছে যানবাহনের দোকান। দেখা যাবে আপনি ২কিমি চলার পথে অন্তত রাস্তার দুদিকে ৩/৪টি এমন দোকান পাবেন। কোনটা শুধু কারগাড়ি বিক্রি করছে, কোনটা শুধু বাইসাইকেল, আবার কোনটা মোটরসাইকেল। দেখলেই হাত নিশপিশ করে, বাইসাইকেল আর মোটরসাইকেলগুলি আনকোরা, তবে বেশিরভাগ দোকানগুলো ব্যবহৃত কারগাড়ি বিক্রি করে। তারপরও গাড়িগুলির কন্ডিশন অনেকভালো!!! আমার দেখামত সর্বনিম্ন আড়াই লাখ ইয়েনের গাড়ি দেখলাম, ডিজাইনটাই সুন্দর। বেশ ছিমছাম চার সিটের গাড়ি, দুক্কু হলো গাড়ি চালাতে পারি না, নইলে জাপানেই রিস্ক নিতাম। এখান থেকে গাড়ি দেশে নিয়ে যেতে পারলে অনেক লাভ, অনেক কমদামে আর জেনুইন পার্টসসহ দেশে নেওয়া যেত, দামও অনেক সস্তা, কিন্তু সমস্যা হলো ট্যাক্স অথচ একই মডেলের ব্যবহৃত গাড়ি দেশে যাবার পর অনেক কিছু সরিয়ে ভেজাল দিয়ে অনেক চড়া দামে বিক্রি হয়। মালয়েশিয়ার এক ছাত্রের কাছে শুনলাম, ছাত্রদের জন্য মালয়েশিয়ায় গাড়ির ট্যাক্স দিতে হয়না, এরা বাহিরে পড়ে ফেরার সময়, গাড়ি নিয়ে আসে ট্যাক্স ফ্রি হিসাবে.......আমাদেরও যদি এমন হত!! আজ জাপানের কিছু গাড়ি-মোটরসাইকেল-বাই সাইকেলের দোকানের ছবি!!!! চলবে.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।