আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের ডায়েরী-২৫

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

আগের সিরিজগুলিঃ জাপানের ডায়েরী! আমার বর্তমান বাসস্থান এমন এক জায়গায়, যেটা আবাসিক এলাকা আবার সাথে কৃষি জমিও আছে। একেবারে রোডের একপাশে ফ্লাট অন্যপাশে কৃষি জমি। মাঝে মাঝে ধানগাছ, মরিচ, পাতাকপি, পেয়াজ-রসুনের ফসল দেখে মনে হয় দেশেই আছি। এদের সবকিছুতেই রয়েছে দক্ষতা আর প্রসুক্তির ছাপ।

জমিতে ফসল বোনা, পরিচর্যা, ফসলকাটা সবই যন্ত্রনির্ভর। অথচ আমাদের কৃষকরা কত কঠোর কায়িক পরিশ্রম করছে, কিন্তু সে হিসাবে কোন উন্নতি নাই। যা হোক আসল কথায় আসি। এলাকাটা পুরাপুরি আবাসিক হওয়ার ২/৩টা বাসা পরপরই রয়েছে গলি আর রাস্তা। এলাকাটা অনেকটা আমাদের রাঙামাটি শহরের মত।

উচু-নিচু আর ঢালু। আর এরা গনহারে ব্যক্তিগত ব্যবহার করায়, আর ঘনঘন ক্রস রাস্তা হওয়ার সাবধানে চলাচল করতে হয়। গলিগুলো এমনভাবে যে গাড়ি সহজে রাস্তায় মোড় নিতে পারবেন না। এজন্য এদের সিস্টেমটাও হেভি। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে প্রতিটা রাস্তার অবস্থানের মুখে গ্লাস লাগানো আছে, যাতে বিপরীতমুখি রাস্তা দেখা যায়।

রাস্তার গুরত্বানুসারে গ্লাস এর সাইজ কম বেশি হয়। কিন্তু আসলেই উপকারি, গ্লাসে তাকালে আর কোন সমস্যা থাকে না, কারন বিপরীতমুখী রাস্তায় কে আসছে সহজেই বোঝা যায়। ফলে দুর্ঘটনার কোন আশংকা থাকে না!!! --১৭ই এপ্রিল, ২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।