আমাদের কথা খুঁজে নিন

   

স্পার্টাকাস, তুমি বুকের স্পন্দন হয়ে বেঁচে থাকো আমরণ।

আপনের যে অনুভব বিদ্রোহী মনে বিরহ তোলে তার যাতনায় বিক্ষত-বীভৎস এবং সময়ের সচল সংক্রমণে নির্বাক ও মূক এক মানব স্থবির অপেক্ষায়. একফালি রোদ দ্যাখে দিনভর দুঃসহ দংশন আর বিচ্ছিন্নতার বিস্মৃত স্বাদ নিয়ে। স্পার্টাকাস, তুমি স্পর্ধিত অহম নিয়ে এভাবেই থাকো বুকে, আর শীতার্ত শাবকের মতোন আমি তোমার অন্তস্থঃ উত্তাপ ধার করে ভূমিকে চুম্বন করব দ্বিধাহীন। রক্তস্রোতের প্লাবন ছুঁয়ে আমি অনাহার, অহংকার, আক্ষেপ আর অতৃপ্তি নিয়ে উল্লাসহীন উৎসবে মাতি- রনক্লান্ত-রক্তাক্ত-রিপু নিয়ে বৃক্ষমূলে ফিরে যেতে আর একটি প্রিয়মুখ ফিরে পেতে , আপন অলংকারের মতোন অক্ষমতাকে নিজস্বতায় জড়িয়ে নিতে নিতে, নির্মমতার নিয়মে গড়া তোমার অনন্য নির্মানশৈলী- আমাকে প্রতিটি পতন থেকে পুনঃরুত্থানের সাহস যোগায়। পাশাপাশি বিদ্বেষের বিষ বংশক্রমঃ ধরে বুকের পাঁজরে কখনওবা আরও অধিক গভীরে লেহন করে তার লভ্যাংশ। তরবারির অগ্র ছুঁয়ে আপনের যে অনুভব তোমাকে নিঃশব্দে কাঁদায় স্পার্টাকাস, আমি তার‘ই সমব্যাথী সুর বাজাই সারারাত, কোনও একদিন বিচ্ছিন্ন বৈরাগী মেঘ হয়ে তুমি শুধু একবার আমায় দেখে যেও...। (স্পার্টাকাসঃ ব্লাড অ্যান্ড স্যান্ড সিক্যুএল দর্শনপূর্বক সংকলিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।