আমাদের কথা খুঁজে নিন

   

ভূগোল



ভূগোল যদিও গোল, তথাপি সে গন্ডগোল। ভূগোর নিয়েও ঞ্জান, সবই তবু অঞ্জান। ঋন যদি নাহি চাও, তাহা তারে দিয়ে যাও। ভুল যদি ভন্ড হয়, গোল হবে গন্ডগোল। ফুলও কিছু গোল হয়, কিন্তু তা ভূগোল নয়। যাতে আছে প্রাণী প্রাণ, আছে প্রচুর জীব জান, আছে তনু, মনু, খান, আছে জল কৃষ্টি বান, মিলে হল একটি গান, ভূগোল শিখিয়া যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।