আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার কাছে আমার প্রশ্ন

মানুষ আসলে নষ্ট হতে চায় কিন্তু সারা জীবন ভালো থাকার অভিনয় করে
আমার শিশু জন্ম নেবে আর ক্ষনিক পরে আমার আকাশ ভরে উঠবে আর ক্ষনিক পরে, সভ্যতার কাছে আমার প্রশ্ন আমার সন্তানের জন্য তোমার কি আছে কোন আয়োজন? নাকি তাকেও তুমি যুদ্ধময় এ ধরনীর অংশ বানাতে চাও? তোমাকে আমি তা হতে দেবোনা এ আমার রক্ত আমার সম্পদ। এ সম্পদের সুরক্ষায় আমি সব বিসর্জন দিবো তবুও আমার শিশুর সুরক্ষা দাও। আমার জমিন হবে পবিত্র আমার জমিন হবে শত্রু মুক্ত আমার ভূমিতে আসবেনা আর কোন পাকি হবেনা আর কোন রাজাকারের কুটচাল, আমার ভূমিতে উড়বে লাল সবুজ নির্ভয়ে। আমার ভূমিতে মুয়াজ্জিন আজান দিবে বুক ফুলিয়ে ঘন্টা বাজবে ওই মন্দিরে সবচেয়ে জোরে। আবার হবে সাতই মার্চ হবে সতেরই নভেম্বর আমার জমিনে আবার শুনবো ভাসান চরের ভাসন হে সভ্যতা আমার চাহিদা ক্ষুদ্র, এ পূরন তোমার জন্য অনেক সহজ আমার শিশুর সুরক্ষায় তোমায় আমি সর্বস্ব দেবো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।