আমাদের কথা খুঁজে নিন

   

মানবিকতা কাকে বলে?

এ পর্যন্ত পুরো দেশে ১০ জন পুলিশ সহ মোট ৮৫ জনের মৃত্যৃর খবর পাওেয়া গেছে। রবি-সোম- মঙ্গল আবারো হরতাল... গত বছর গাজায় ইসরাইলের আক্রমণের পর প্রতিটি প্যালেস্টাইনীর মৃত্যুর পর এক ইসরাইলী ফেসবুকে উল্লাস করে স্ট্যাটাস দিচ্ছিলো। তখন ভাবতাম, আহা! আমার বাংলাদেশের মানুষ এত নির্মম না। ইদানিং দেখছি আমার সেই ধারণাও ভুল! এক শ্রেণীর মর্ষকামী পশু পুলিশের গুলিতে শিশুর মৃত্যুকেও রেলিশ করে উজ্জাপন করছে, পুলিশকে ধন্যবাদ দিচ্ছে! তাহলে আর এদের সাথে পাকী বর্বর বা তাদের দোসর রাজাকারের তফাৎ রইলো কোথায়? দুই পক্ষের কেউই বুঝতে চেষ্টা করছে না যে এখনো ফাঁসি হয় নাই। আর একজনের জীবনের জন্য এতগুলো জীবন বলী দেয়া বা কেড়ে নেয়া কোন সভ্য আচরণ নয়। নাহ! এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।