আমাদের কথা খুঁজে নিন

   

বিদুৎ সমস্যায় এখনই প‌্রয়োজন দরকারী ব্যবস্হা নেয়ার ....কিন্ত জানি সরকার তা করবেনা, কেন করবেনা তা জেনে নিন

আমার জন্য আমি। কম কথা বলি। কাজ করতে চাই বেশি। বেশি খারাপ লাগে দেশের সামগ্রিক বিষয়ের দুষ্ট চক্রকে .....

খালি জানি সরকার এরকম কোন ব্যবস্হা নিবেনা। কেন নিবেনা, তাও জানিনা।

নতুনলোক দিয়ে এবার মন্ত্রীসভা করা হল, কিন্তু তারা প‌্রয়োজনীয় তেমন কোন কিছু করে সাফল্য দেখাতে পারেননাই। কেন পারেন নাই , তাও জানিনা। আবার তাদের চেন্জ করে অন্য কাউকে যুক্ত করা উচিত। কিন্তু শেখ হাসিনা তা করবেনা। কেন করবেনা তাও জানিনা।

আচ্ছা লোকজন পাল্টালে কিছুই হবেনা,মানলাম.... তাহলে কি করলে কাজের কাজ হবে তা জানতে চাই। কিন্তু জানতে পারবনা। কেন পারবনা, তাও জানিনা । সরকার চালায় আমলা তথা সচিবরা , তাহলে প্রয়োজনমত সচিব নিলেই হয় যারা দলের সার্থ দেখবে আবার দেশের ভালও করবে । তাদের মাথায় নিশ্চয় ভাল কোন বুদ্ধি আছে।

তবে তার ব্যবহার হবেনা। কেন হবেনা, তাও জানিনা। আইলা নিয়ে সময় সময় অনেক নেতার অনুভূতি চাঙ্গা হয়ে ওঠে। তখন খুজে দেখি কোন না কোন সেমিনারে গিয়ে তারা এমনটা বলেছেন। কিন্তু যা আসল তা হল, জনগনের সাথে থেকে তাদের কথা শুনে সমাধানের সর্বোচ্চ চেষ্টার পরে তখন কোন মিডিয়ার সামনে বড় বড় কথা বলা।

কিন্তু এমনটা তারা করবেননা। কেন করবেন না, তাও জানিনা। যখন দেশকে ডিজিটাল বানানোর কথা বলা হয় তখন কতজনের কত আইডিয়া ..... আর যে কাজ করলে ডিজিটালের দিকে এগিয়ে যাবে, তা করার সময় কাউকে দেখিনা। থ্রীজি লাইসেন্স দেয়া, নেটের খরচ কমানা, সব জায়গায় নেট ব্যবহার সহজলভ্য করা, কম্পিউটার পন্যের দাম কমানো, ভিওআইপির বৈধতা দেয়া, পিএসটিএন নীতিমালা ঘোষনা,অনলাইন ব্যান্কিং ফাইবার অপটিক নিয়ে সবরকম সমস্যার সমাধান, ই-গভর্নেন্স চালু এবং তার সঠিক ব্যবহার সহ আরো অনেক কিছু .......এসব নিয়ে হঠাৎ হঠা্ৎ কাউকে কাউকে চিল্লাইতে দেখা যায় ..... তবে কাজের বেলায় তাদের পাওয়া যায়না, কেন পাওয়া যায়না, তা জানিনা। ব্লগে এটা লিখছি এবং আশা করছি প্রভাবশালী কারও চোখে পড়বে এবং এগুলোর সমাধান হবে।

কারণ এগুলো আমাদের ন্যায্য অধিকার। এখন প্রশ্ন হচ্ছে ব্লগ তারা পড়েন কিনা, পড়লে ভালো , না পড়লে কেন পড়েন না , তাও আমি জানিনা .............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.