আমাদের কথা খুঁজে নিন

   

গানে গানে হাওয়ায় হাওয়ায়....ফিরে চল নিজ জেলায়


ঢাকাস্থ পাবনাবাসীদের অনন্য মিলনমেলা এটি । প্রতি বছরই ১ জানুয়ারী পাবনা দিবসকে কেন্দ্র করে পাবনা সমিতি এটার আয়োজন করে থাকে । পাবনার রকমারী খাবার-দাবার ,ঐতিহ্যবাহী তাঁতশিল্প , বই-পুস্তক সহ অনেক কিছুর আনাগোনা সেখানে । সেই সাথে থাকে আঞ্চলিক শিল্পীদের নিয়ে আঞ্চলিক গানের অনন্য এক পরিবেশনা । অতীতে পাবনার যোগাযোগ ব্যবস্থার মাধ্যম ছিল পালকী আর গরুর গাড়ী ।

গরুর গাড়ীর অস্তিত্ব যদিও আজো টিকে আছে তবে পালকীর দেখা মেলা ভার । আর এ জন্যই বর্তমান প্রজন্মকে পালকীর সাথে পরিচয় করাতে এবারের মেলার অন্যতম আকর্ষণ ছিল পালকী । পাবনার আঞ্চলিক গানের সহায়ক হিসেবে ব্যবহূত হত ডুগি-তবলা-একতারা ইত্যাদি । এবারের আঞ্চলিক গানের পরিবেশনায় তার এক অনন্য সমাহার দেখতে পাওয়া গেল । আঞ্চলিক গানগুলো কয়েক ধরণের ।

তার মধ্যে রয়েছে ধুয়া গান , জারি গান , সারি গান বারমাসি গান ,ঘাটু গান ,মেয়েলি গীত ইত্যাদি । ধুয়া গানের মধ্যে ছিল : বান্দে ঘাটে সাঁড়ার পুল , সাহেব হইছে নামাককুল আবার মেমসাহেবের বুদ্দি ভারি টানে চালায় রেলের গাড়ি জলে চালায় ইস্টিমার শূন্যভরে তার টানায়্যা করতেছে হেকমতের কারবার.... সারি গানের মধ্যে ছিল : ছেরির দেকতি ভাল, নয়ন কালো মাতা ভরা চুল দুই কোনা দুই কিলিপ গারা মদ্যি গোলাপ ফুল.... বারমাসি গানে ছিল : জস্টি মাসে মিস্টি ফল ওরে আষাঢ় মাসে বর্ষার জলরে, ওরে শাওন মাসে চললো নারী লায়ারে । ভাদ্দুর মাসে তাল পিঠা আশ্বিন মাসে সমাস মিঠারে ..... এ রকম আরো অনেক অনেক গান ছিল সেই পরিবেশনায় । (সবার জন্য আমার পক্ষ থেকে ধুয়া গানে আমন্ত্রণ লিপি পাবনা চল ,পাবনা চল ,পাবনা চল পাবনা গেলে নাই ভাবনা ,সকলই পাইবা ভাল পাবনা চল ,পাবনা চল ,পাবনা চল পুবেতে যমুনা ধারা ,দক্ষিণে পদ্মাতে ঘেরা পাকশী ঘাটে সাঁড়ার বিরিজ, দেখলে না কেন বল জজকোটের ঐ শোভা ভারি নিকতি মাফিক ওযন তারি দ্যাশ-বিদ্যাশের পাগল আইস্যা হিমায়েতপুর হয় ভাল পাবনা চল ,পাবনা চল.... ........... চলনবিলের নাইরে জোড়া ,চরতারাপুর ,বাইশপাড়া কবিগুরু এই জেলাতে বৈঠকখানা বানাইল পাবনা চল....চল ..... এটাও ছিল সেদিনের পরিবেশনার অন্যতম একটি গান । )
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.