আমাদের কথা খুঁজে নিন

   

চলতি পথের খুচরো চিন্তা :: কুয়াশার মাঝে ঘরে ফেরা

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।
কুয়াশার মাঝে হেটে হেটে ঘরে ফেরাটা খারাপ না , কুয়াশা জিনিসটা ভালই লাগে , একটু ঠান্ডা লাগে, ঘরে ঢোকার সাথে সাথে তিড়িং করে সাইনাসের ব্যাথাটা শুরু হয়ে যাবে , কিন্তু এই বলে কুয়াশার মাঝে হেটে বেড়ানোর মতো জটিল জিনিস খুব কমই আছে ... চাঁদ আছে মনে হয় আকাশে , ভোতা একটা আলো চারপাশে, উল্টা দিক থেকে আসা গাড়ীর লাইটগুলো ও কেমন ম্যাদা মেরে আছে, কমানো নাকি কে জানে । ফুটপাথের নিরাপদ উচ্চতায় হেটে ফেরার সময় গাড়ীর নিস্তেজ হেডলাইট গুলোর জন্য মায়া লাগতে থাকে। কুয়াশাটা না থাকলেই কেমন টগবগিয়ে চারিদিক আলো করে ছুটে বেড়ায় ওরা । যেন গাড়ীর সামনে বসতে পারা ১০ বছরে বাবুদের মতো ছটফট করতে থাকে খুশিতে আর কুয়াশা হলেই কেমনন ম্যাদা মেরে যায়।

আচ্ছা ম্যাদা মেরে যাওয়া জিনিসটা আসলে কি ? জানি না , শুধু জানি কিছু কিছু জিনিস মাঝে মাঝে ম্যাদা মেরে যায় । হাটতে হাটতে খেয়াল করি আশে পাশের বাড়ীগুলো কে । টানা পর্দার আড়ালে থাকা ঝাপসা আলো । ইট কাঠের দালানের জঙ্গলের শহরে দেখার কি ই বা আছে আর ? আরো একটা গাড়ী চলে গেল পাশ দিয়ে হুস করে , টারপর টিং টিং করে একটা রিক্সা। রিক্সাওয়ালার জন্য মায়া লাগে একটু।

এই ঠান্ডায় ... এর পরেই মনে হয় ব্যাটা গলাকাটা ভাড়া নিচ্ছে কুয়াশা উপলক্ষে । এটা একটা সমস্যা আমাদের । কিছু হলেই আমরা অন্যের গলা কাটতে ওস্তাদ ... ধুর কত অপেক্ষার পর এই কুয়াশা, এই ঠান্ডা , এই শীত কৈ একটু মন ভাল করবো, নাহ ... হয়না , এই জঙ্গলে আর যাই হোক মন ভালো করা খুব কঠিন । একবার মনে হলো পুকুরের ধারে গিয়ে বসি । এলাকায় একটা পুকুর আছে ।

কিন্তু আবার শীত দেখে ভয় হলো । মোড় ঘুরতেই বাসার গলিতে ঢুকে পড়লাম । একটা বাসা সাজানো, সাদা লাইটগুলো দিয়ে । কুয়াশার মধ্যে অপার্থিব লাগছে । কেমন যেন ... আমি থমকে গিয়ে তাকিয়ে থাকি।

সাদামাটা বাসাটাকেই আজকে অসাধারন লাগছে দেখতে শুধু ঐ আলোগুলোর জন্যই । আর কুয়াশার মধ্যে টিমটিম করে অসাধারণ । হেটে হেটে পার হতে গিয়ে টের পাই নাহ, মনটা মনে হয় একটু ভাল হয়েই গেল গায়ের চামড়া টান পরায় বুঝলাম হয়তো এক চিলতে হাসিও ফুটে উঠেছিল। কিন্তু ঠান্ডায় চামড়া টেনে গেছে । যাহ ! এই ঠান্ডায় হাসাও যন্ত্রনা ।

তাই মনে মনে একটা হাসি দিয়ে পায়ের গতি বাড়াই, ঠান্ডায় আর রিস্ক নেয়া ঠিক না...
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।