আমাদের কথা খুঁজে নিন

   

প্রবচন - ২

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

প্রবচন - ২ ভালবাসা এমন এক অনুভূতি যা অপাত্রে ঢাললে ঘৃণার জন্ম হতে পারে, পাত্রে ঢাললে আবার তা কখনোই শেষ হতে চায়না। ভালবাসা এমন এক ছোঁয়াচে রোগ- যা অপরকে ভালবাসতে দেখলে নিজেরও ভালবাসতে ইচ্ছে করে। ভালবাসা এক ধরণের সাইবার টিস্যু- যা অনুকুল প্রতিকুল সব অবস্থাতেই ভালবাসা থেকে ভালবাসার জন্ম দেয়। কেউ ভালবাসায় সম্মতি না জানালে খারাপ লাগে আবার অপছন্দের কেউ ভালবাসার কথা বললে বিরক্ত লাগে। কেউ যদি সময়কালে ভালবাসার কথা না শুনতে পায় জীবনটা পানসে লাগে।

প্রতিটি মানুষের মন কাউকে না কাউকে ভালবাসার অধিকার রাখে, ভালবাসার ইচ্ছে পোষণ করে। ভালবাসার আকর্ষণ যেমন প্রবল তেমনি ভালবাসা না থাকলে ঘৃণার জন্ম হতোনা। আর ঘৃণা আছে বলেই মানুষ বুঝতে পারে ভালবাসার প্রগাঢ় অনুভব। যে ভালবাসার জন্ম ঘৃণা থেকে তার স্থায়িত্বকাল যাই হোকনা কেন তা বেশীরভাগ ক্ষেত্রেই মধুর। কারণ রাগ থেকেই অনুরাগের জন্ম।

ভালবাসা ততদিনই প্রলম্বিত হয় যতদিন না সেই ভালবাসায় অন্য কোন ঘৃণা কিংবা সন্দেহের অনুপ্রবেশ ঘটে। সহজভাবে বলা যায় বিশ্বাস ও আস্থায় ফাটল ধরলে ভালবাসার দেয়াল ধ্বসে পড়ে। আর সে কারণেই হয়তো অনেকে বলে থাকে ভালবাসা তাসের ঘর- যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। একটা মানুষের মন বদলে দেয়া বা বদলে যাওয়া তেমন সহজ না হলেও বিচিত্র কিছু নয়, তবে ভালবাসা বা ঘৃণা সেই বদলে যাওয়ার কাজটা অনেক সহজ করে দেয়। প্রবচন – ১ Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।