আমাদের কথা খুঁজে নিন

   

প্রবচন - ১

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

প্রবচন - ১ ভালবাসা অপরাধ নয়। সত্যিকারের ভালবাসার অন্য কোন মানে নেই। একটা শিশুও ভালবাসা বুঝতে পারে। কেউ যদি কখনো ভালবাসা বুঝেও না বুঝার ভান করে তবে বুঝতে হবে সে নিজের সাথে প্রতাড়না করছে। যে নিজের সাথে প্রতাড়না করে সে ভালবাসা পাবার যোগ্য নয় বরং তাকে প্রবঞ্চক বলা যায়।

যে প্রবঞ্চক সে নিজের জীবনে কখনো ভালবাসা ধরে রাখতে পারেনা। প্রকৃত অর্থে সে ভালবাসার মূল্য বুঝেনা, তাই তার জীবন কখনোই ভালবাসায় পূর্ণ হয়না। কোন ভালবাসাই তার মনকে প্রশান্তি দেয়না। কেউ যদি সত্যিই মনপ্রাণ দিয়ে কাউকে ভালবাসে আর তার পক্ষে যদি সেই ভালবাসার প্রতিদান দেয়া সম্ভব না হয় তবে সেই ভালবাসা প্রত্যাখ্যানের ভাষা হওয়া উচিৎ নমনীয় ও বিবেচনাপ্রসূত। জানানো উচিৎ এই ভালবাসা পাবার যোগ্য সে নয়, এমন ভালবাসা নেবার কোন সুযোগ তার নেই।

সামাজিক, অর্থনৈতিক বা মানসিক যে কোন কারণেই হোক একজনের ভালবাসার প্রতিদান আরেকজনের না’ও দিতে পারে। সেটা কখনোই প্রতাড়নার সামিল নয়। বরং সেক্ষেত্রে জানানো যেতে পারে তার এই ভালবাসা অন্য কারো জন্য অমূল্য সম্পদ, ভাগ্যদোষে তার জন্য নয়। এই অকপট স্বীকারোক্তি কখনোই ছলনা বা প্রতাড়না নয় বরং সহজভাবে অপরাগতা প্রকাশ করাটাই বেশী মানবিক আর যে তা মেনে নেবে সেটা অবশ্যই তার মহত্বের লক্ষণ। ভালবাসা মানুষকে মহৎ করে।

প্রতাড়না জীবনে শুধুই দীর্ঘঃশ্বাস বাড়ায়। যে সম্পর্কে ভালবাসা নেই সেই সম্পর্কের কোন স্থায়ীত্ব নেই। সত্যিকারের ভালবাসা দুজন মানুষের সম্পর্ক ও বিশ্বাসকে পোক্ত করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।