আমাদের কথা খুঁজে নিন

   

প্রবচন গুচ্ছ



'মহাজোট' এরশাদ এবং হুজুরদের নিয়ে মহা 'জট' এ পরিণত হবে। আপনার চেনা জানা কোন একজন ধর্ম ব্যবসায়ীর জীবনী লিখুন, দেখুন তাতে ধর্মের কোন উপাদান পাওয়া যায় কি না। জাতীয়তাবাদ হচ্ছে গুহাশ্রিত মানুষের চিন্তাধারা। ১ কেজি দুধে ১ পোয়া পানি মিশালে কত লাভ হবে বা শেয়াল আর কাকের গল্প পড়িয়ে শিশুদের কি শিখানো হচ্ছে?। পুলিশের আই জি নূর মোহাম্মদের বাড়ী দেখে একবার আমারও মনে হলো কেন পুলিশ হলাম না।

৯০ এর গন অভ্যুত্থানে এরশাদের পদপিষ্ট হয়ে মারা যাওয়ার কথা ছিল। কিন্তু সংবিধান বিশেষজ্ঞ দের 'সংবিধান শূণ্যতা' পূরণ করতে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাকে সসম্মানে বিদায় দেয়া হয়, এতে করে গন অভ্যুত্থানের চেতনাকেই পদপিষ্ট করা হয়। এ পর্যন্ত ৩ জন মুসলমান নোবেল প্রাইজ পেয়েছে তার মধ্যে ইউনুসের টা দুই নম্বরী। (মনোনয়ন প্রাপ্তদের তালিকায় তার নাম ছিল না। ) মাছের রাজা ঈলিশ আর মানুষের রাজা পুলিশ।

ইকোনোমি গভর্ণস অল। পুঁজিবাদে টাকা হচ্ছে ইশ্বর আর ব্যাংক হচ্ছে মসজিদ। কেউ বলতে পারবে না অর্থনৈতিক সংস্কারের নামে আমাদের দেশে এ পর্যন্ত কতগুলো কলকারখানা বেসরকারী খাতে ছেড়ে দেয়া হয়েছে আর সেগুলোর বর্তমান অবস্থা কি। মজার ব্যাপার হচ্ছে বিশ্ব পুঁজিবাদের সংকট মোচনে রাষ্ট্রীয় করণ করতে হলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।