আমাদের কথা খুঁজে নিন

   

কিছু প্রবচন

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

অনেকদিন আগে একটা বই পড়েছিলাম প্রবচনের ওপর। বইটি সম্ভবত "প্রবচন শতক" লেখকের নাম মনে নেই। সেখানে বেশ কিছু অসাধারন প্রবচন ছিল।

কাগজে লিখে রেখেছিলাম। আজ পুরোনে কাগজ ঘাটতে গিয়ে পেলাম তাই তুলে দিলাম এখানে। # পৃথিবীর সব শিশুই ধর্ম মুক্ত। # উত্তরাধিকার সূত্রে ধার্মিক হওয়া যায়, নাস্তিক নয়। # শিশুরা সুখি কারন তাদের সর্গ-নরক ভাবনা নেই # বেহেশত্‌-এ চাইলে সব কিছু-ই পাওয়া যাবে, নাস্তিক ছাড়া।

# বট গাছের বয়স ১০০ হলেও তক্তা হয়না, বয়স বাড়লেই সবার বুদ্ধি বাড়েনা। # এ দেশের কৃষক ফসল খারাপ হলে ভাগ্যকে দোস দেয়, আর ভালো হলে সৃস্টিকর্তাকে সাধুবাদ জানায়। # তৃতীয় বিশ্বে নারি গৃহপালিত। # শ্রী কৃষ্নের ১৬০০ গোপী ছিল, তিনি অবতার ছিলেন বলে তার চরিত্রে কোনো কলংক লাগেনি। # ইসলামে নারি স্বাধীনতা থাকার পরেও কোনো নারি কখনো পয়গম্বর বা খলিফা হননি।

# আল্লাহ অত্যন্ত মেহেরবান, তাই বেহেশত্‌-এ সরাব ও হুরের আয়োজন। # মুরিদ যত বড়-ই হোক, পীর এর ছেলে পীর হয়। # সক্রেটিস নিজেকে জানতে বলতেন, আমরা অপরের ছিদ্র অন্বেষন করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।