আমাদের কথা খুঁজে নিন

   

নীলু ওয়াজ আ ঘুড গার্ল: ছুডু বেলার গপসপ

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

ছোট্টবেলায় আমি বরাবর ই খুব শান্ত-শিষ্ট, নম্র-ভদ্র একজন গুড গার্ল ছিলাম। তবে ভুলেও কেউ আমার আম্মীজানের কাছে জিজ্ঞেস করতে যাবেন না, তাহলে অন্য রকম তথ্য বের হয়ে যাওয়া সম্ভাবনা খুব বেশী আপনারাই বলেন আচার, চকলেট, ড্রিংকা, বিস্কুট, পেষ্ট্রি, লাড্ডু, সন্দেশ রেখে কি কলা, কমলা,আংগুর, আপেল বেশী মজা! মোটেও না।

কিন্তু আমার আম্মীজান সেটা বুঝতে চাইতেন না দোকানে যাওয়ার নেশ উঠলেই আম্মাকে বলতাম দুই টাকা দাও, যদি বলতেন ভাংতি নেই বলতাম, পাঁচশ টাকার নোট ই দাও সাথে একটা ছোট ব্যাগ দিও যাতে ভাংতি টাকা গুলো আনতে পারি। কাধে একটা জামা ঝুলিয়ে চলে যেতাম দোকানে বাসার গেইটের সাথেই দোকান হওয়াতে বেশ সুবিধা ছিল, আর আমিও সব সময় সে সুযোগ-সুবিধার সদ্ব্য ব্যবহার করতে চাইতাম। একবার একা দোকানে গিয়ে বাকীতে বিস্কুট আনলে দোকানীকে বলে আমার উপর নিষেধাজ্ঞা জারী করে। আপনারাই বলেন কাজটা কি ঠিক হয়েছিল এইতো গেল দোকান কাহিনী। আমি যে আয়নার সামনে দাড়িয়ে কাঁদতাম সে গল্পত বলিই নি আমার কান্না শুরু হলে নাকি দৌড়ে গিয়ে আলমারীর আয়নার সামনে দাড়াতাম।

খুব ছোট থাকায় নাগাল পেতাম না বলে আম্মা/আব্বা টুল এনে তার উপর দাড়ানোর বুদ্ধি শিখিয়ে দিয়েছিলেন। দেখে দেখে কাঁদতাম আমি আসলে গুড গার্ল ছিলাম। কোন শাস্তিকেই শাস্তি মনে না করে মজা হিসেবে নিতাম কি বিশ্বাস হয় না? প্রামান দিচ্ছি আম্মা নামাজে দাড়ালেই পাশে থাকতাম। যেই না সেজদায় যেতেন অমনি ঘাড়ের উপর উঠে বসে থাকতাম পরে অযু করে এসে ছোট্ট একটা গামছা দিয়ে আমাকে জায়নামাজের পাশেই খাটের পায়ার সাথে বেধে রাখতেন। আমিও মজা পেয়ে একটা সময় আম্মা অযু করে এলেই গামছা নিয়ে হাজির হতাম আমাকে বাধার জন্যে এইতো গেল একটা।

আরেকটা কাহিনী শুনবেন না আগে শীতকালেও আমাদের গ্রামের বাড়ীর আশে পাশের ডোবাতে পানি থাকত। গ্রামে গিয়ে বাড়ী চুপচাপ থাকার মত কুমড়া পটাশ আমি ছিলাম না। ওসব মাম্মী মাম্মী টাইপ কুমড়া পটাশদের ই মানায়। সব সময় নাগালের বাইরে থাকতাম বলে আম্মার সব সময় টেনশনে থাকতেন কখন না আবার পানিতে পরে ডুবে যাই। তো একবার আমাদের নতুন পলো( যা দিয়ে মুরগী আটকায়, মাছ ধরে) আনলে আম্মা আমাকে সেটার নিচে আটকে রাখেন।

আমিও মজা পেয়ে বসে আছি এমন আমার বড় দাদু(আব্বার কাকী) এসে জিজ্ঞেস করেন, =>বু তোমারে এমন আটকায় রাখসে ক্য? => আমি পানিতে যামু তাই => তুমি তো ব্যাক বুজো, যাইয়ো না তাইলে => আমি যাই নাতো দেখসেন, প্রমান পাইলেন তো আমি কত্তঅঅঅ ভাল আছিলাম। (নীল জামা পরা ফুডুর মাইয়াডারে আবার নীলু ভাইবেন্না, তয় এইরাম কইরা অহন ও ভেংগাইতে ভালা ফাই )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।