আমাদের কথা খুঁজে নিন

   

অশরীরী ভালোবাসা

প্রতিবন্ধীদের ভালোবাসুন। তারাও এ সমাজের নাগরিক।

কোনো এক মেঘলা আবহাওয়ায় স্নিগ্ধতায় ঘেরা মধ্যাহ্নে দেখেছিলাম তোমাকে। এক অজানা অনুভূতি শিউরে উঠেছিল কল্পনার মাঝে। পৃথিবীর সব কিছু যেন সেইদিন রংধনুর মতো উজ্জ্বল লেগেছিল।

মনে আমার জটিলতার জটিল প্রশ্ন জেগেছিল এই আমি কি সত্যই আমি? নাকি নতুন কোন অস্তিত্ব যুক্ত হয়েছে? আর্শ্চয হতাস মাঝে মাঝে- পৃথিবীর কোন সুখ তো এত দৃপ্ত হয় না! তাহলে এ কেমন সুখ! যে সুখ ক্ষণিকের জন্য আমায় কাঁদায় আবার ক্ষণিকের জন্য হাসায়? অজানা এই আশ্চর্য রকম সুখ যখন কুরে কুরে খাচ্ছিল আমাকে, সহ্য করতে পারছিলাম না। অনবরত চোখের বারিধারা ঘুম কেড়ে নিত। চিৎকার করে উঠতাম স্বপ্নের ঘোরে। কল্পনায় বিভোর হয়ে থাকত বিষণ্ন এই মন। চাপা এক আতঙ্কে দম বন্ধ হয়ে আসত।

একি হলো আমার! আর তাই জীবনের এই বিষণ্ন বসন্তগুলো পেরিয়ে কোন এক অসম্ভব সৌন্দর্যে সাজানো বসন্তে মনে হয়েছিল তাহলে কি আমি ভালোবাসা নামক অন্ধ বিশ্বাসে জড়িয়ে পড়েছি? বিস্ময়ে ভরা দু'চোখ আমার তখন জ্বলজ্বল করছিল। চোখের তারায় ভেসে উঠেছিল সেই প্রিয় মুখটি। যে মুখটি দেখেছিলাম কোন এক মেঘলা মধ্যাহ্নে। অবাক হই ভালোবাসার এই বৈশিষ্টে। আশ্চর্য হই, এই ভালোবাস নামক অশরীরী শব্দটি শুধুই কষ্টই দিয়েছে আমাকে।

হ্যাঁ, তাই তো, ভালোবেসে আমি কি পেলাম! ঘৃণা আর দু’ফোটা চোখের পানি ফেলা ছাড়াতো কিছুই পেলাম না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।