আমাদের কথা খুঁজে নিন

   

আমার অপরাধবোধ


একজন মানুষ অপরাধী না হয়েও কি অপরাধ বোধে ভুগতে পারে?আমার মনে হয় পারে! এ অপরাধ বোধ আমার তাদের কাছে যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। যে বীরাঙ্গনাদের সম্ভ্রম লুটে নিয়েছিল ঐ হানাদার ও তাদের দোসররা সে অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি এবং আজও পারছি না বলে আমার অপরাধ বোধ হয়। অপরাধ বোধ আমার তাদের কাছে যারা ঐ মুক্তিসংগ্রামে তাদের প্রিয়জনকে হারিয়েছিল। মা হারিয়েছিলেন তার ছেলেকে,স্ত্রী তার স্বামীকে,সন্তান হারিয়েছিলেন তার বাবা-মাকে। এ অপরাধ বোধ আমার তাদের কাছে যারা পঙ্গু হয়ে আজও বয়ে চলেছে জীবনের দুর্বিষহ ভার,আর যারা ভিটেমাটি ছাড়া হয়েছিলেন সেদিন- এরকম অগনিত উদাহরণ আমি দিতে পারি যার জন্য আমার অপরাধ বোধ জন্মায়।

এ অপরাধ বোধ আমার এ জন্য যে যারা এসবের হোতা,দোসর- সেইসব কুলাঙ্গাররা আজও সদর্পে ঘুরে বেড়ায় স্বাচ্ছন্দ্যে আমারই সোনার বাংলায়। এ অপরাধ বোধ এ জন্য যে যারা ঐ সময়, ‘বাংলাদেশ’ একটি স্বাধীন দেশ হোক- তা চায়নি। তারাই বাংলার মাটিতে,বাংলাদেশের পতাকাবাহী গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছে সদর্পে,নির্ভীকতায়। এটা আমার জন্য লজ্জার,ঘৃণার যে তাদের অপরাধের বিচার হয়নি আজ-ও। ভাবতে অবাক লাগে যে স্বাধীনতার এই উনচল্লিশ বছর পরও এসব যুদ্ধাপরাধীর বিচার করতে গিয়ে দ্বিধাগ্রস্ত আমরা,বিব্রত আমাদের মহান বিচারপতিরা।

এ অপরাধ বোধ শুধুই কি আমার?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।