আমাদের কথা খুঁজে নিন

   

ফেরারি তরী

আহসান জামান

কোনো এক সন্ধ্যার নিঃসঙ্গ হাওয়ায় উড়ে একেলা ফিরে যাই দূরে; এইসব ইদানিং পথ উপচে আরেক পথের কাছে। অচীনপুর; জেগে ওঠে অসংখ্য কালের পুরাণ কথন দু'চোখে বেদনার দাগ; গাঢ় নীল। কোমল ছায়ার ঝিলে জলের নীচে জলজ শৈবালে বসে আছে থির হয়ে সেইসব কম্পিত কথার স্বরেরা মিলে। গ্রামীণ বুনোবিথী; আঁকাবাঁকা মেঠোপথের মাদুর ছমছম গায়ে বসি রোদের নরম জানালা খুলে; ভেসে আসে কবেকার বর্ষাকদমের ঘ্রাণ; তার হারানো বিষণ্ণতার ওড়ে। দু'চোখে শ্রাবণ এলে, আষাঢ়ের থৈ থৈ জলে ভেসে যায় পরান পাখির পালক। যতবার বাড়িয়েছি দু'হাত, বলেছো পাপ! শিউরে সরে গেছি দূরে। আমি আজ জড়ো করি সেইসব অভিশাপ; খেলাঘর ভেঙ্গে গেলে যাযাবর মন, কী থাকে আর! অই আঁচলে বেঁধে পারানীর কড়ি; কার খুঁজি, ফেরারি তরী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।