আমাদের কথা খুঁজে নিন

   

ফেরারি ভালোবাসা আর বিপ্লব

মানবতাবাদীদের ভিড়ে নিজেকে অমানুষ বলেই মনে হয় .... যেদিন শেষবারের মতো দেখা হয়েছিল , তোমার মনে আছে ? জানতে চেয়েছিলে কেন বার বার লাল গোলাপ দেই তোমাকে ? কেন রজনীগন্ধা নয় ? কোন উত্তর দেইনি সেদিন , কেবল চুপচাপ তাকিয়েছিলাম তোমার চুল ছুঁয়ে দূরের আকাশে ... আমার ব্যর্থতার নিরব আহাজারি ছিল আমার বুকের ভেতর , বারংবার বেরিয়ে এসেছে দীর্ঘশ্বাস হয়ে । বুর্জোয়া সরকারের মতো তুমিও অবুঝ ছিলে , তাই বোঝোনি ভালবাসায়ও বিপ্লব সম্ভব । তাই , আজ আমি তোমায় ছেড়ে অন্য পথে ... বিপ্লবের অন্বেষণে ...... আমার অনন্ত যাত্রায় সঙ্গী হবে কি তুমি ? সে যাত্রায় নেই পিছুটান ! হয়তো পাহাড়সম বাধা আর দুঃখের জঞ্জাল - তবু ডাকি , আমার সঙ্গী হবে কি ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।