আমাদের কথা খুঁজে নিন

   

দুপুরের সনেট

= শাফিক আফতাব---------- এতগুলো লোকের ভীড়ে তবু কেনো যেন একা হতে থাকি ; ভেতরে কী যেন অন্তগুঢ় অনুরণন খাবলে খায় আমার গহন মন ! উড়ে যেতে চায় নির্লিপ্তে আমার চঞ্চল নিঃসঙ্গ পাখি ; অস্থির চলে সময়ের প্রতিটি অনুক্ষণ। বাঁচার সাধ ক্রমশ ফিকে হয়ে আসে বিবর্ণ ঝরাপাতাদের মতো ; স্বপ্নের পালেকরা কবেই ঝরে গেছে বৈশাখি ঝড়ো হাওয়ায় ; ভূকল্পনের মতোন কাঁপন আসে এই বিক্ষত প্রাণে অরিবত, মনে হয় ভুল ছিলো অজস্র ! আমার জীবনের চাওয়ায়। কষ্ট, দুঃখ, যন্ত্রণা আর না পাওয়ার যাঁতাকলে এই জীবন দুর্বিষহ ; অঙ্কুরে যেন বিনষ্ট হলো সাধের জীবন ; কী যাতনায় কেটে কালের প্রতিটি প্রত্যেহ ; মনে হয় কখন আসিবে শান্তস্নিগ্ধ চিরনিদ্রার সেই কাক্সিক্ষত মরণ। তবু আমি বেঁচে থাকি প্রাণহীন প্রাণে ; হাওয়ায় উড়ছি আমি, অশ্র“হীন বাণে। ২৬.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।