আমাদের কথা খুঁজে নিন

   

দুপুরের পদ্য

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

দুপুরের পদ্য কবিতাকে খুঁজতে গিয়ে এলোচুলে যাকেই পেয়েছি দৌঁড়ে গিয়ে দাঁড়িয়েছি ঠায়, মুখোমুখি ; সদ্য-উন্মাদ ভেবে পাশ কেটে গেছে, কেউ কেউ বসিয়েছে ঘৃণার থাপ্পড়। কবিতা কি এলোকেশি নয় ! তনুলতা দেহলীর খাঁজে ক্ষীণকটি সাগরের তুমুল ঢেউয়ের স্রোতে একে একে দিয়ে গেছি অবাধ্য নির্বোধ ঝাঁপ- তীব্র-ক্ষার নোনাজলে রয়ে গেছে শেষতক জলেরই অভাব। ঢেউ-ভাঙা বুকে বুকে কবিতা কি ক্ষীণকটি কায়াদেহি নয় ! তুখোড় বৃক্ষের মতো পল্লবিত সবুজের মোহে আকাশকে বেঁধে রাখা উন্মনা চোখে যতই রেখেছি চোখ- গনগনে দুপুরের লাভা-ঢালা রোদ বুকের জমিনটাকে পুড়ে পুড়ে করে গেছে নিদাঘ বৈশাখ। আকাশে-বৃক্ষে মাখা কবিতা কি স্বপ্নজীবী নয় ! খলবলে জ্যোৎস্নায় হেঁটে যাওয়া ছায়াদের ভীড়ে কী করে বুঝবো আর ঈষৎ কটাক্ষ ছুঁড়ে ওই দূরে চলে গেছে কে ? বিদ্রূপ-স্পৃষ্টতায় জেনে যাই- কবিতাকে চেনে না কেউ। তবু বলে যাই জনে জনে চিৎকার করে কবিতা আমার সেই অদেখা প্রেয়সীর নাম ! নিজে এসে না দেয় ঠিকানা যদি কীভাবে খুঁজবো তাঁকে, কোথায় ? (০১/০৫/২০০৮)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।