আমাদের কথা খুঁজে নিন

   

সময়টা শুধু মলিন

একদিন তোর কথা শুনবে নদি...

[লিংক=যঃঃঢ়://িি.িসঁৎপযড়হধ.পড়স/ঝড়হমু/%5ই%20জবপবহঃষু%20জবষবধংবফ%20অষনঁসং%20%5উ/অফযধজ%20ওও%20%5ইইধহউ%20গরীবউ%20অষনঁস%5উ/ঝযধফঅ%20-%20ঊশধ%20চড়ঃযব.সঢ়3]প্রিয় গান ঃ পথে পথে...[/লিংক] এ্যালবাম : আঁধার-2 >> সাদা একা এসেছি, একা-ই চলে যাব একা পেয়েছি, একা-ই হারাবো একা-ই আঁধারে, পথ খুঁজি কার ঘোরে এ পথের সীমানা, জানিনা কোন সূদূরে... একা-ই পথে পথে, হারাই অজানাতে জানিনা ঠিকানা, শুধু জানি যেতে হবে; একা-ই এসেছি, একা-ই চলে যাব। এই একা চলার পথে দেখি আমি কোমল বিধাতার মুখ, কভু বা ভুল করে পথ হারিয়ে যাই যেখানে প্রকৃতির বিমুখ (2) তবু ভালো লাগে কিছু ভালোবাসা বিষাদ সাগরের ঢেউ, আর যেতে ইচ্ছে করে এমন কোথাও, যেখানে যায়নি আগে কেউ আজও মনে দোলা দিয়ে যায় সেই ছোট্ট বেলার ছোটা নীল প্রজাপতিগুলো আজও আছে, সময়টা শুধু মলিন... একা-ই পথে পথে, হারাই অজানাতে জানিনা ঠিকানা, শুধু জানি যেতে হবে; একা এসেছি, একা-ই চলে যাব একা পেয়েছি, একা-ই হারাবো; একা-ই আঁধারে, পথ খুঁজি কার ঘোরে এই পথের সীমানা, জানিনা কোন সুদূরে একা-ই পথে পথে, হারাই অজানাতে জানিনা ঠিকানা, শুধু জানি যেতে হবে... >>> গানটির লিংক দেয়া আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।