আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িকতা

---

বংশগর্ব ও আবর্জনার নিকৃষ্ট কীট ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ يَفْتَخِرُونَ بِآبَائِهِمْ الَّذِينَ مَاتُوا إِنَّمَا هُمْ فَحْمُ جَهَنَّمَ أَوْ لَيَكُونُنَّ أَهْوَنَ عَلَى اللَّهِ مِنْ ‏ ‏الْجُعَلِ ‏ ‏الَّذِي ‏ ‏يُدَهْدِهُ ‏ ‏الْخِرَاءَ بِأَنْفِهِ إِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ ‏ ‏عُبِّيَّةَ ‏ ‏الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالْآبَاءِ إِنَّمَا هُوَ مُؤْمِنٌ تَقِيٌّ وَفَاجِرٌ شَقِيٌّ النَّاسُ كُلُّهُمْ بَنُو ‏ ‏آدَمَ ‏ ‏وَآدَمُ ‏ ‏خُلِقَ مِنْ تُرَابٍ ‏ سنن الترميذي / ‏كِتَاب ‏ ‏الْأَدَبِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏ ‏بَاب ‏ ‏فِي فَضْلِ ‏ ‏الشَّامِ ‏ ‏وَالْيَمَنِ ‏ নবী স. বলেছেন "লোকজন যেন তাদের বাপ-দাদাদের নিয়ে গর্ব করা থেকে বিরত থাকে- যারা (মরে) দোযখের জ্বলন্ত কয়লা হয়ে গেছে। নয়ত আল্লাহ তাআলা'র কাছে তারা আবর্জনার কীট থেকেও ঘৃণ্য হবে, যে কীট নিজের নাক দিয়ে বিষ্ঠা দোলায়। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহিলিয়াতের অহংকার এবং বাপ- দাদাদের গর্ব বিনাশ করে দিয়েছেন। অত-এব মানুষ পরহেজগার,মুত্তাকী, সৎ হবে অথবা পাপী দুর্ভাগা। মানুষরা সবাই আদমের সন্তান।

আর আদম মাটির তৈরী। _____________________________ তথ্য সূত্র: হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত {তিরমিযী-কিতাবুল আদাব অধ্যায়: ফি ফাদলীশ্শামী ওয়াল ইয়ামান,মিশকাত: ৪৬২৮, অধ্যায় অহংকার ও পক্ষপাতিত্ব। ¢ব্যাখ্যা: লোকেরা অনেক সময়, আমার অমুক আত্মীয় জমিদার ছিল, অমুক আত্মীয় মন্ত্রী ছিল, এ সব বলে গর্ব- অহংকার করে। মানুষদের ছোট চোখে দেখে। অথচ এসব জমিদার ছিল বৃটিশ সরকারের পা চাটা গোলাম।

এরা মানুষদের চামড়া তুলে বৃটিশদের তুষ্ট করার জন্য কর আদায় করে জনগণের প্রাণ ওষ্ঠাগত করত। অথচ লোকজনেরা নিজেদের এমনসব আত্মীয় স্বজনদের নিয়েই আত্মগর্ব ও অহংকার করে। যারা এমন আত্ম অহংকার ও আত্মগর্ব করে মানুষের মধ্যে উঁচু নিচুর ভেদাভেদ করে, আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা ঐ সমস্ত নিকৃষ্ট আবর্জনার কীট যারা নিজের নাক দিয়ে পায়খানা,বিষ্ঠা ও আবর্জনা দোলায়। তাই আমাদের এ ধরণের নিকৃষ্ট আচরণ থেকে সতর্ক ও সাবধান হওয়া উচিৎ। http://www.islaminbox.tk


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.