আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িকতা নিপাত যাক।

এখন আর এসব দেখে কষ্ট হয়না। কীই বা এসে গেলো আমাদের এতে?বৌদ্ধদের ১২ টি বিহার,৫০০ ঘরবাড়ী তো নাহয় পুড়িয়ে দিলোই তারা,কীই বা হলো বৃদ্ধা এক নারী আগুনে পুড়ে মারা যাওয়াতে?বয়স কী আর কম হয়েছিলো তার?দুদিন পর তো মরতই, বাঁচতো কী সারাজীবন?তার মৃত্যু নাহয় উপহাস করে গেলো আমাদের,আমরা যে আজ আন্তর্জাতিক প্রবীন দিবস পালন করছি ঘটা করে। কীই বা হলো এই বুড়ো মানুষ্ টা আগুনে পুড়ে তিলে তিলে মরে যাওয়াতে,যখন তারা ঘুমোতে গিয়েছে তখন কী আমরা পারিনা ঘুমন্ত তাদের উপর হামলা করে তাদের মেরে ফেলতে,ঘর বাড়ী জ্বালিয়ে দিতে??কাদের পোড়ালাম?কী পাপ ছিলো তাদের?কেউ কি জানো?না তারা কেউ কিছু করেনি,নিরপরাধ নিষ্পাপ তারা। তাদের ধর্মের এক তরুনের ফেসবুকে নাকি পাওয়া গিয়েছিলো ইসলাম অবমাননার চিহ্ন…এই তাদের পাপ। একজনের পাপ…তাই তাদের সবাইকে আমরা পুড়িয়ে মারবো,ভেঙ্গে চুরে লন্ডভন্ড করে দিবো তাদের বাড়ী ঘর,গভীর রাতে বাস্তুহারা হোক না হাজারো মা,শিশু,ভাই,বোন,বৃদ্ধ…কী এসে গেলো?মরে যাক,পুড়ে যাক,অসুস্থ হয়ে যাক…চুলোয় যাক।

ভেঙ্গে টুকরো টুকরো হোক না শতাব্দী প্রাচীন বুদ্ধ মূর্তি…কী এসে গেলো?আমাদের নবীকে নিয়ে পৃথিবীর অন্য প্রান্তেও কেউ কিছু বলে দেখুক না,হরতাল করব,খুন করবো,রাস্তা আটকে গাড়ী পোড়াব আমাদের দেশে,আমাদের প্রেস ক্লাবে। আমাদের গাড়ীই পোড়াব। সেই আগুনে নিজেরাই পুড়বো। কেন আমরা করব না এমন?ধর্মের ভিতরে ঢুকতে পারিনি যে আমরা,আমরা যে জানিনা ,আমরা যে মানিনা ইসলামে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে ধর্মের নামে বাড়াবাড়ি করতে,বারবার বলা হয়েছে ফিৎনা ফাসাদ এবং রক্তপাত কতটা পাপের কাজ,আল্লাহর কত অপছন্দের। নিষ্পাপ মানুষের রক্তে যে হাত লাল হলো,সেই হাত কোন দোযখে পুড়বে তা আমরা ভুলে গেছি,আমরা যে মনে পাইনি ধর্মকে,মন আমাদের ঠেকাতে পারেনি ধংস লীলা করা থেকে,আমরা তো ধার্মিক না, ধর্ম আমাদের উন্মাদনা।

আমরা তো ভুলে গেছি রাসূল (সাঃ) এর বানী “হে আমার উম্মত,তোমরা সর্ব বিষয়ে মধ্য পন্থা অবলম্বন করবে”। সত্যি যদি আমরা ইসলামকে মেনে চলতাম,বিশ্বাস করতাম কোন দিনও কোন মুসলমানের হাতে নিষ্পাপ লোক খুন হতনা,নিরপরাধের ঘরবাড়ি আজ আগুনে জ্বলতো না। আল্লাহ তুমি সব জানো,তুমি এর বিচার কোরো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.