আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশ থেকে ৩বছরে প্রায় সাড়ে চার কোটি টাকা এনেছে ‘অধিকার’

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।
মানবাধিকারের নামে গত তিন বছরে প্রায় সাড়ে চার কোটি টাকা বিদেশ থেকে এনেছে ‘অধিকার’। প্রকল্পের নামে আসা এ টাকায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বেসরকারি মানবাধিকার সংস্থাটির বিরুদ্ধে। এ অভিযোগকে আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি জানায়, মানবাধিকার প্রতিষ্ঠার নামে আনা এ টাকা কীভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক হারুনুর রশিদের নেতৃত্বে এ বিষয়ে একটি টিম গঠন করা হয়েছে। এ টিম ইতিমধ্যে এনজিও বিষয়ক ব্যুরো থেকে অনুসন্ধানে অগ্রগতিমূলক কিছু তথ্যও পেয়েছে। দুদকের এ অনুসন্ধান কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন প্রকল্পের নামে বিদেশ থেকে যেসব তহবিল এনেছে প্রতিষ্ঠানটি তা কোন কোন খাতে কীভাবে খরচ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিদেশি তহবিলের টাকায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না তাই আমরা অনুসন্ধান করছি। ’ দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগিরই তারা এ বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবে।

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের বক্তব্যও নেবে অনুসন্ধান দল। এ মুহূর্তে আদিলুর রহমান কারাগারে রয়েছেন। দুদক জানায়, বিদেশি তহবিল থেকে কোন উদ্দেশ্যে কি পরিমাণ টাকা এনেছে তার তথ্য এনজিও বিষয়ক ব্যুরো থেকে সম্প্রতি সংগ্রহ করেছে। দেশে মানবাধিকার প্রতিষ্ঠার নামে প্রায় সাড়ে চার কোটি টাকা এনেছে প্রতিষ্ঠানটি। গত তিন বছরে তিনটি প্রকল্পের নামে এ টাকা আনে অধিকার।

দুদকে আসা অভিযোগে দেখা যায়, গত তিন বছরে তিনটি প্রকল্পের মাধ্যমে অধিকার চার কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা বিদেশি থেকে এনেছে। বিদেশের বিভিন্ন তহবিল থেকে এ টাকা এসেছে। এর মধ্যে দুই কোটি ৮০ লাখ ৭৩ হাজার ৩২১ টাকা ছাড় করেছে এনজিও বিষয়ক ব্যুরো। তিনটি প্রকল্পের মধ্যে ‘এডুকেশন অন দ্য কনভেনশন এগেইনস্ট টর্চার অ্যান্ড অপক্যাট অ্যাওয়ারনেস’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে অধিকার বিদেশি তহবিল এনেছে দুই কোটি ১৯ লাখ ৫৮ হাজার ৭১৪ টাকা। এ প্রকল্পের মেয়াদ এপ্রিল ২০১২ থেকে মার্চ ২০১৪ পর্যন্ত।

‘হিউম্যান রাইটস রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এক কোটি ২৭ লাখ ৬১ হাজার ১৫৫ টাকা বিদেশি তহবিল থেকে নিয়েছে সংস্থাটি। এ প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে অক্টোবর ২০১০ থেকে জুন ২০১৪ পর্যন্ত। ‘এমপাওয়ারিং উইমেন অ্যাজ কমিউনিটি হিউম্যান রাইটস ডিফেন্ডার’ নামক প্রকল্পের মাধ্যমে ৭৪ লাখ ৩৪ হাজার ৮৩০ টাকা বিদেশি তহবিল থেকে সংগ্রহ করে অধিকার। এ প্রকল্পের মেয়াদকাল জানুয়ারি ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত। দুদক সূত্রে জানা যায়, ইতিমধ্যে অনুসন্ধান টিম এনজিও বিষয়ক ব্যুরো থেকে অধিকারের বিভিন্ন প্রকল্পের তথ্য নিয়েছে।

কোন খাতে তারা কি পরিমাণ টাকা বিদেশ থেকে এনেছে তার তথ্যও এনজিও বিষয়ক ব্যুরো দুদককে দিয়েছে। গত ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতায় ৬১ জন মারা গেছে বলে দাবি করে অধিকার। সরকার সে তালিকা চাইলে অধিকার তা দিতে অস্বীকৃতি জানায়। আদিলুর রহমানকে গোয়েন্দা পুলিশের একটি দল গত ১০ আগস্ট তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদিলুরকে গ্রেপ্তারের এক দিন পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আদিলুর তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ভঙ্গ করেছেন। তার গ্রেফতার আইনসংগত। সূত্র:
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।