আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রিদ এর পথে...(কিছুটা ১৮+) ২য় পর্ব

I reclaim my life...

মাদ্রিদ এর পথে...(কিছুটা ১৮+) ১ম পর্ব ......... আর ইদানিং যা বাংলাদেশে চলছে তা পাশ্চাত্য হতে কোনো অংশেই কম নয়। হালের একটি মডেলকে দেখলেই মনে হত কি নিষ্পাপ একটি চেহারা! কিন্তু তার মিডনাইট(ডে তে চিত্রায়িত!) একশন মুভি দেখে, ওর প্রতি সব ভালালাগা গুলো মুহুর্তেই বাষ্পায়িত হয়ে গেলো! কিন্তু নিওর প্রবলেম সেটা না। ঐ জগতে এইগুলো অনেক আগেও ছিলো; কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ এমনকি স্কুলের ছেলেমেয়েগুলো যেমন তাদের জি.এফের সাথের ছবিগুলো নেটে আপলোড করা শুরু করেছে, ভাবলেই চমকে উঠতে হয়। এতো চরম নৈতিক অবক্ষয়! মানুষ বাইরে যাই থাকুক বা করুক, নিজের ঘর ও সমাজ সবাই পন্কিলতামুক্ত রাখতে চায়। রাজীব নিশ্চয়ই কখনোই চাইবেনা কেউ তার বোনের সাথে বিয়ের আগে ঐ কাজ করুক বা তার তোলা ভিডিও নেটে প্রচার করুক! থাক, ঐভেবে নিও'র নষ্ট করার সময় নাই।

নিও অভিগ্গতা থেকেই জানে যে হিপোক্রেসীতে আমাদের জুড়ি মেলা ভার। সলে জমেছে গানের আড্ডা সকালে প্লাজা মায়োর(আসলে Mayor) হতে তার যাত্রা শুরু হবে; তাই সে উদ্দেশ্যে যাত্রা শুরু করল। আগে থেকে চিনে রাখা ভালো। ব্যস্ত রাস্তা আর ততোধিক ব্যস্ত মানুষ। স্কয়ারে পৌছেঁ দেখল বিশাল মানুষের মেলা।

স্কয়ারে পথের উপরেই বসেছে রেস্টুরেন্টের আসর। সালমানকাতে এমন একটা স্কয়ারেই ভ্যানটেজ পয়েন্ট ছবিটি চিত্রায়িত হয়েছিল। একটা স্যান্ডউইচ আর আইস টি অর্ডার করল সে। একটু পরেই সল পয়েন্টে ফিরে যেতে হবে। সেখানে আশ্রাফের (বাংগালি ছেলেটির) তার জন্য অপেক্ষা করার কথা।

আইস টিতে চুমুক দিতে দিতে তাকাল স্কয়ারের মেইন বিল্ডিংটার দিকে। ওর ১ম তলাতেই আছে ইনফরমেশন পয়েন্ট। সকালে ওখান হতেই গাইডেড ট্যুর শুরু হবে। আধুনিক মাদ্রিদ হতে নিও'র আকর্ষন পুরোনো মাদ্রিদের ইতিহাসের প্রতিই বেশী। আধুনিক মানেই তো ইটপাথরের কাঠামো! তার চেয়ে থ্রিলিং ইতিহাস জানাটা ঢের ভালো।

পে করেই দ্রুত উঠে পড়ল সে। সলে ফিরে যাবে। প্লাজা মায়োর সলে ফিরে দেখে আশ্রাফ এখনো বিয়ার বিক্রী করে চলেছে। আরো কিছু বাংগালী চোখে পড়ল। সবাই এখানে বিয়ার বিক্রী করছেন।

আসলে এদের বেশির ভাগই হয় রিসেন্ট কাজ হারিয়েছেন অথবা নতুন এসেছেন কিন্তু কাজ খুঁজে পাননি। যখন যেটা পাবলিক খায় তখন তাই তারা বিক্রি করেন। আজ বিয়ার, যদি কাল বৃষ্টি হয় তাহলে ছাতা! প্রতিদিনের খরচ যদি ১০/১৫ ইউরোও হয়, তা তাদের তুলতে হয় এই করেই। দৈনন্দিন খরচা তুলে যে টাকা থাকে, তাতে কয় মাসে যে তাদের দেশ থেকে আসা যাওয়ার খরচ উঠবে আল্লাহ মালুম। সহসাই রিশেসন শেষ হবার আশা নাই, তারপরও এই স্রোত থেমে নেই।

তারপরও তারা হ্য়ত দেশে থেকে নাথিং হওয়ার চেয়ে বিদেশে এসে সামথিং হওয়াকে বেশি পছন্দ করেন। ...................... চলবে গ্রানাডা তথা স্পেনের মুসলিম ইতিহাস নিয়ে এই লিখাটি পড়তে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.