আমাদের কথা খুঁজে নিন

   

সাকার উপস্থিতিতেই বাবাকে হত্যা করা হয়, বললেন প্রফুল্ল রঞ্জন সিংহ। মনে হচ্ছে সাকা চৌ. অচিরেই ভিতরে ঢুকবো..



একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী জড়িত ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা প্রফুল্ল রঞ্জন সিংহ। ওই উপজেলার গহিরা এলাকায় কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল সিংহ আজ শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলকে জানান, ১৯৭১ সালের ১৩ এপ্রিল ব্রাশফায়ারে তাঁর বাবাকে হত্যা করা হয়। চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নেতৃত্বে সাত সদস্যের তদন্ত দলটি আজ সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রাউজানে নতুন চন্দ্র সিংহের বাড়িতে যায়। তদন্ত কর্মকর্তারা তাঁর ছেলে প্রফুল্লসহ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করেন। সাংবাদিকদের সামনে প্রফুল্ল সিংহ তদন্ত দলকে বলেন, ‘ওই দিন সাকা চৌধুরীকে সঙ্গে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী আমার বাবাকে বাড়ির মন্দিরের সামনে ব্রাশফায়ারে হত্যা করে।

এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে পরিবারের লোকজন বাড়িতে এসে এলাকার চেয়ারম্যান ও প্রতিবেশীদের কাছ থেকে এ তথ্য জানতে পারে। এ ঘটনার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি রাউজান থানায় সাকা চৌধুরী ও তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরীকে আসামি করে একটি মামলা করা হয়েছিল। ’ গহিরার পর তদন্ত দলটি সুলতানপুর ইউনিয়নের জগত্মল্লপাড়ায় আরেকটি গণহত্যার বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতে যায়। সেখানে ৩৫ জন শহীদ হয়েছিলেন।

তদন্ত দল ঘটনার প্রত্যক্ষদর্শী জ্যোত্স্না প্রভা চৌধুরীসহ আরও কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করে। এরপর তদন্ত দলটি ঊনসত্তরপাড়া এলাকায় যায়। ওই এলাকায় মুক্তিযুদ্ধ চলাকালে ৬৯ জন শহীদ হয়েছিলেন। তদন্ত দল কয়েকজনের সাক্ষ্য গ্রহণ শেষে রাউজানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যায়। সেখানে তদন্ত দলের একটি সংবাদ সম্মেলন আয়োজন করার কথা রয়েছে।

সূত্রঃ প্রথম আলো। সাকা চৌ. কে আমার কাছে জাতীয় সংসদের কমিডিয়ান মনে হয়। সব সময় কথার মধ্যে যেন একটি দুষ্টু প্রকৃতির হাসি লুকিয়ে থাকে। আমার কেন জানি মনে হয় আসলেই ও একটা গ্রেট রাজাকার, আরও একজনকে মনে হয় উনি হলেন মুজাহিদ। .....রা কয় কি-না, দেশে মুক্তিযুদ্ধ হয় নাই, হইছে গৃহযুদ্ধ..!!!! ওদের ফাসিঁতে ঝুলালে অনেক ভালো লাগতো।

শুরু যখন হয়েছে এর শেষটা মনে হয় অচিরেই দেখবার পারুম!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।