আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রের অধঃগমন

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস খুব একটা মন্দ নয়। কিন্তু চলচ্চিত্রের বর্তমান অবস্থা আমাদের মনে হাহাকার ছাড়া আর কিছুই দিতে পারছে না। সিনেমা হল গুলো সমাজের নিচু স্তরের লোকদের দখলে চলে গেছে। রুচিশীল মানুষেরা সিনেমার নিয়মিত দর্শক হতে পারছেন না। এই দায় অবশ্যই চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

কিছু থার্ড ক্লাস লোক এখন এফডিসির সর্বেসর্বা। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করার চেয়ে না করাই উত্তম। কাউকে আপনি বাসায় দাওয়াত দিয়ে এনে সপ্তাহ খানেক রাখলেন এবং তাকে প্রতি বেলা একই খাবার পরিবেশন করলে আপনার অবস্থা যেমন হবে শাকিব খানকে বছরে ১৫ টির অধিক ছবিতে অভিনয় করতে দেখে মানুষের এখন তদ্রূপ অবস্থা হয়েছে। পরিচালকেরা যে মানের ছবি তৈরি করেন তাকে যদি কেউ শিল্প বলতে চায় তবে তাকে আঁতেল বলাটা হবে যুক্তযুক্ত। নিম্ন মানের ছবি বানানোর জন্য তো এফডিসির দরকার নেই।

বস্তিতে বসেই তারা এ ধরনের ছবি বানাতে পারেন। বাংলা ছবির নায়িকাদের নিয়ে কিছু কথা না বললেই নয়। নায়িকদের বিশাল দেহের কাছে আমাদের সিনেমার ছোট পর্দা আরও ক্ষুদ্র হয়ে যায়। সারা পর্দা জুড়ে যদি থাকে নায়িকার বেঢপ শরীর তবে পারিপার্শ্বিক দৃশ্য গুলো আমরা দেখতে পাব না এটাই স্বভাবিক। শুধু নায়কার শরীর দেখিয়ে তো আর শিল্প নির্মাণ করা যায় না।

এত সব সীমাবদ্ধতার মাঝেও আমাদের কয়েকজন ভালো মানের চলচ্চিত্র নির্মাতা রয়েছেন। তাদের নিয়ে আমরা গর্ব করি। কিন্তু এফডিসি তাদের কথায় চলে না। যদি চলত তবে আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদেরকে আর হায় হুতাশ করতে হত না। প্রযক্তিগত বিপ্লব সাধনের সাথে সাথে যোগ্য লোককে যদি এফডিসির দায়িত্ব দেয়া হয় তবে আমরা বাংলা চলচ্চিত্র নিয়ে আবারও স্বপ্ন দেখতে পারি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.