আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রের অবস্থা এখন আশাব্যঞ্জক

অভিনয় নিয়ে ব্যস্ততার কথা জানতে চাই।

অভিনয় নিয়ে এখন খুবই ব্যস্ত সময় পার করছি। বড় এবং ছোট, উভয় পর্দাতেই একসঙ্গে অভিনয় করে যাচ্ছি। তবে বড় পর্দার ক্ষেত্রে প্রপার ছবিতেই কাজ করছি। এখন তো ডিজিটালের নামে টেলিফিল্ম নির্মাণ হচ্ছে এবং সেগুলোকে ছবি হিসেবে চালানোর অপচেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় ছবিতে কাজ করে অর্জিত সুনাম নষ্ট করতে চাই না। তাই বেছে বেছে ভালো ছবিতে অভিনয় করছি।

 

সার্বিকভাবে চলচ্চিত্রের বর্তমান অবস্থা কেমন মনে হচ্ছে?

চলচ্চিত্রে বর্তমান অবস্থা যথেষ্ট আশাব্যঞ্জক। মধ্যের মন্দ অবস্থা কাটিয়ে চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়িয়েছে_ এ কথা বলা যায়। তবে রাজনৈতিক অস্থিরতা না কাটলে এর সুফল পাওয়া যাবে না।

মানে ব্যবসা রমরমা হবে না। কারণ চলচ্চিত্র হচ্ছে বিনোদন মাধ্যম। মানুষের মনে শান্তি না থাকলে বিনোদন উপভোগের প্রশ্নই আসে না। তাই ফিরে আসা ভালো অবস্থার সুফল পেতে রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে হবে।

 

চলচ্চিত্রের ভালো অবস্থা কীভাবে ফিরেছে?

এখন উন্নত প্রযুক্তির চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন হচ্ছে।

যা দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। দর্শক পর্দায় ঝকঝকে ছবি ও নিখুঁত শব্দ পেয়ে আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে। পাশাপাশি গল্প ও নির্মাণেও বৈচিত্র্য এসেছে। কিন্তু প্রেক্ষাগৃহের পরিবেশ এখনো উন্নত না হওয়ায় সবশ্রেণীর দর্শক ইচ্ছা থাকলেও প্রেক্ষাগৃহে ফিরতে পারছে না। চলচ্চিত্রের সুদিনকে সুদৃঢ় ও চিরস্থায়ী করতে প্রেক্ষাগৃহের উন্নয়নের বিকল্প নেই।

 

শীঘ্রই বড় পর্দায় কোন ছবিতে দর্শক আপনাকে দেখতে পাবে?

অগি্ন, দবির সাহেবের সংসার এবং পুত্র এখন পয়সাওয়ালা অচিরেই মুক্তি পাবে। এর মধ্যে প্রথমটিতে নাম ভূমিকায় অভিনয় করেছি। আর অগি্নতে দুর্দান্ত ভিলেনের রোল প্লে করেছি। এ ছাড়া ময়নামতি, কিস্তির জ্বালা, রাঙা মন এবং তোমার জন্য মন কান্দে চলচ্চিত্রগুলোর নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি চলচ্চিত্রেরই গল্প ও চরিত্র অসাধারণ।

আমার বিশ্বাস, দর্শক এগুলো মন ভরে উপভোগ করবে।

ছোট পর্দাতেও অভিনয় করছেন, দুই মাধ্যমে একসঙ্গে কাজ করতে গিয়ে কেমন লাগছে?

খুবই ভালো লাগছে। কারণ দু পর্দার আমেজ ও ইমেজ দু ধরনের। তাই সব ধরনের অনুভূতি ও স্বাদ পাচ্ছি।

 

শিল্পীদের অবস্থা এখন কেমন?

চলচ্চিত্র ও নাটকের নির্মাণ বৃদ্ধি পাওয়াতে শিল্পীদের সুদিন ফিরেছে।

কারণ কাজ বাড়লে শিল্পীদেরও অবস্থার উন্নতি ঘটে। আশা করছি মানসম্মত নির্মাণের মাধ্যমে এই সুদিন বজায় থাকবে।

* আলাউদ্দীন মাজিদ

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.