আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রের সম্ভবনাময়ী নায়িকা সাহারা----২

চলচ্চিত্রের সম্ভবনাময়ী নায়িকা সাহারা----১(২০০৫) এর পর থেক। । চলচ্চিত্রের সম্ভবনাময়ী নায়িকা সাহারা----১(২০০৫) "বিষাক্ত চোখ" এ সাহারার চারটি গান আছে। রিয়াজ এর সাথে প্রথম গানটাও যথেষ্ট কমার্শিয়াল। রুবেল এর সাথের গানের মত না হলেও, এই গানে সাহারার পোশাক এবং এক্সপ্রেশন অনেক উচ্চাভিলাষী/ হট ছিল।

বিশেষ করে গানের দ্বিতীয় নিল রঙের পোশাক এবং সাগরের তীরের কাল পোশাক। পোশাক বলছি কারন এই গুলার নাম আমার জানা নেই, বাস্তবে কখনও দেখি নাই কারন বোধ হয় আকারে পোশাক গুলা তেমন বড় নয়। কমার্শিয়াল নায়িকা হয়ে এর চেয়ে বড় কিছু সাহারা পরতে পারত বলে মনে হয় না। বড় বাজেটর ছবি বলে কথা। একটা কথা বলতেই হবে সাহারার অভিনয়, এক্সপ্রেসান খুবই সাবলীল।

উপরের দুই গানেই এতটা সাহসী পোশাক পরেও সাহারার মুভমেন্ট, নাচ এবং মুখের এক্সপ্রেসান যথেষ্ট প্রশংসার দাবিদার। আরও বলতে হয়ে এই সব কমার্শিয়াল ছোট পোশাকেও সাহারাকে খারাপ লাগে নাই। ২০০৫ সালের সাহারার স্লিম ফিগার (অন্যান্য নায়িকাদের তুলনায় বিশেষ করে দ্বিতীয় নায়িকা পপির তুলনায়)খারাপ ছিল না কোন ভাবেই। মজার কথা হল "বিষাক্ত চোখ" সিনেমাতে গান গুলা ছাড়া এর কোথাও সাহারার কমার্শিয়াল কিছু নাই। এমনকি বাকি পুরো সিনেমাতেই সাহারাকে সালওয়ার কামিজ পরতেই দেখা যায়।

সিনেমাটা খারাপ ছিল না, অনেকের হয়ত কমার্শিয়াল গান গুলা ভাল লাগবে না। কিন্তু ওই সময়ের অন্য অনেক কমার্শিয়াল গানের চেয়ে পরিচ্ছন্ন ছিল বলা যায়। ছোট পোশাক হয়ত সমস্যা নয়, কিন্ত রুবেলের সাথে গানটাতে পোশাক গুলা অনেক বেশি স্বচ্ছ ছিল। একটা এতটাই ছিল যে, উপরের আসল পোশাকটাই দেখা যাচ্ছিল না!!! ২০০৫ এর পর সাহারা একদমই লো বাজেট কমার্শিয়াল সিনেমার প্রথম গ্রেডের নায়িকাতে পরিনত হয়। সেই সব সিনেমার কথা না বলাই ভাল।

বেশির ভাগ অভিযুক্ত এবং নিষিদ্ধও। তার প্রধান কারন সিনেমার চতুর্থ ও পঞ্চম গ্রেডের নায়িকাদের বস্তা পচা অশ্লীল হাবিজাবি(গান বলা ঠিক হবে না, আমার মতে এই সবই বাংলা সিনেমাকে ডুবিয়েছে)। এই সব সিনেমা পাওয়া যায় না, দেখাও হয় নাই। সাহারা ভালই ছিল ওদের তুলনায়। তবে অবশ্যই লো বাজেট কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসাবে খোলামেলা ছিল।

কিন্তু "অর্ডার" সিনেমাতে শুধু একটা তোয়ালে পরে "চন্দ্রিমা" গানটা হয়ত না করলেই পারত (১ম ছবিটি এই গানের)। কিন্তু এই গানেও ভালই লেগেছে তাকে। ২০০৫ পর্যন্ত এই বলা ছিল। কারন এর পর তেমন কিছু দেখা হয় নাই। তেমন কোন ছবি ও ভিডিও দিলাম না কারণ ওই সব ছবি ও ভিডিও প্রশ্নবিদ্ধ।

অনেকের কাছেই কমার্শিয়াল/ হট বলে অনেকেরই ভাল লাগবে না। দিতে পারলে হয়ত আর একটু ভাল বুঝানো যেতো। ২০০৫ সালের ওই সময়ে এই সব কমার্শিয়াল সিনেমা করেছে বলেই হয়ত টিকে আছে সাহারা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.