আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রের উপর প্রকাশতি বই

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
অবশেষে আমার লেখা চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ আজ বই মেলায় এসেছে। বিশ্বেরসেরা ৫০ চলচ্চিত্র নামের এই গ্রন্থ ৫০টি সিনেমা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এশিয়া থেকে আমেরিকা, আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া সব মহাদেশের উল্লেখযোগ্য সব দেশের, পৃথিবীর প্রধানতম সব ভাষার সেরা চলচ্চিত্রগুলোকে এক মলাটে তুলে ধরা হয়েছে এই তথ্যবহুল গ্রন্থে। প্রতিটি ছবির কাহিনী, উল্লেখযোগ্য বৈশিষ্ট, কেন এই ছবি আলোচিত তার পাশাপাশি ছবির পরিচালক, প্রযোজক, সম্পাদক, চিত্রগ্রাহক, চিত্রনাট্যকার শিল্পীদের কথা আছে এ বইতে। ছবি মুক্তির ক্রম অনুযায়ী সাজানো হয়েছে এই বই।

বিশ্বের সেরা ফিচার ফিল্মের পাশাপাশি, বিতর্কিত ছবি কথা যেমন আছে তেমনি আছে তথ্য চিত্রের কথাও। চলচ্চিত্রপ্রেমী ও চলচ্চিত্রের ছাত্রর জন্য এই বই একটি গাইড বই হিসাবে কাজ করবে। আর সাধারণ পাঠকও তত্ত্বের সাথে বোনাস হিসাবেই পেয়ে যাবেন তাদের আনন্দের খোড়াক। চার্লি চ্যাপলিন বা আমির খানের প্রিয় ছবি কি, অমিতাভ বচ্চন কোন ছবিটি সবচেয়ে বেশি দেখেন, কোনো প্ল্যানিং আর চিত্রনাট্য ছাড়া কোন ছবি তৈরি হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি ব্যয়বহুল ছবি কোনটি, কোন ছবি বিশ্বে সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়েছে, কোন ছবি পরিচালকের নিজের জীবন কাহিনীকেই চিত্রায়িত করেছে, কোন ছবি চলচ্চিত্রের সংজ্ঞাকেই বদলে দিয়েছে, কোন ছবি দেখে সত্যজিৎ রায় ছবি বানাতে এসেছিলেন, কোন ছবি অস্কারে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে, কোন ছবি কোন অস্কার না-পেলেও বিশ্বের শ্রেষ্ঠ ছবি হিসাবে গণ্য হয় Ñ এমনি সব তথ্যে ভরা এই বই। বইটি পাবেন ২৫০ নং স্টল, প্রকাশক ভাষাচিত্র।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.