আমাদের কথা খুঁজে নিন

   

মিসিং মাই কক্সবাজার...



সবাই যখন ঈদে বাড়ি যাওয়ার আনন্দে মশগুল তখন আমি বসে আছি না যেতে পারার দুঃক্ষ ভারাক্রান্থ মন নিয়ে... আমার ছেলে শাবিব কাল থেকে বলতেছিল "দাদু মনিটার কাছে যাব, পান খাব, চুনা চুনা দিয়া"..কাল থেকে আমার স্ত্রী লাগেজ গুচাচ্ছিল..আমার ছেলের কাপড় গুলো একটাতে, তার কাপড় একটাতে, বাড়ির সবার জন্য কেনা কাপড় গুলো একটাতে, আমার কাপড় গুলো একটাতে গুছিয়ে রাতেই সব রেডি করে রাখে, (যেহেতু আমাদের বাস ছিল সকাল ১১ টায় সায়দাবাদ থেকে, ঢাকা টু কক্সবাজার..).. কিন্তু বিধিবাম.. সকাল-এ ঘুম থেকে উঠে দেখি সাবিবের গায়ে ১০২ ডিগ্রী জর.. কি আর করা, মনটা খুব খারাপ হয়ে গেল.. টিকেট কাউন্টার-এ গিয়া টিকেট দুটো দিতেই বলল.."ভাই, ঈদের টিকেট ফেরত বা change হয়না, জানেন না?" অনেক অনুরোধ করে-ও কোনো লাভ হলো না..আরেক দপা মন খারাপ হয়ে গেল... ......................... তারপরে-ও সবার প্রতি রইলো ঈদের শুভেচ্ছা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।