আমাদের কথা খুঁজে নিন

   

'মিসিং' পাঁজরের হাড় !!

কুয়াশার মত জীবন আমার... এই আছি তো এই নাই !! ছেলেরা একটু টিপে-টুপে দেখুন তো আপনাদের বাঁ পাঁজরে সব কটি হাড় আছে নাকি ? আর মেয়েরা খুজতে শুরু করুন আপনারা কার পাঁজর ! অদ্ভুত একটা গল্প শোনাই, শুনবে ? . . . . . . . কেউ একজন বলেছিল আমায়, "তোর যে বউ হবে, সে তৈরি হবে তোর পাঁজরের একটা হাড় দিয়ে ।" ছেলেদের নাকি বাঁ পাঁজরের হাড় একটা কম থাকে, আর সেই হাড় থেকেই নাকি তৈরি হয়ে যায় সেই ছেলেটার 'বেটার হাফ' ! কি অদ্ভুত কথা তাইনা, ছোট বেলায় যখন এমন শুনলাম অবাক হলাম ভীষণ ! অবাকের থেকেও বেশি পেলাম মজা, আমার বউ হবে আমার অংশ । হি হি হি !!! একটু যখন বড় হলাম, প্রশ্ন এল মাথায়, "আচ্ছা, যদি কেউ বিয়ে করে একের অধিক?" যদি একটা ছেলে করে দুইটা বিয়ে, তবে কি তার পাঁজরে দুইটা হাড় মিসিং ? আর যদি একটা মেয়ে দুইটা বিয়ের পিড়িতে বসে, তার মানে কি সে দুইজনের পাঁজরের হাড়ের মিশ্রন ? আরেকটু যখন বয়স হল, চিন্তা এল মাথায়, "যেই ছেলেটা চিরকুমার, তবে কি তার পাঁজরে হাড় রয়েছে সব কটি ?" "আর যেই মেয়েটি বিয়েই করল না, তার জন্যে কি কেউ একটা হাড়ও দিলনা !" ধুর কি সব আজগুবি চিন্তা ঘোরে বস্তা পঁচা মাথায় ! বড় হলাম আরও, চিন্তা দিলাম ফেলে । আরও একটু বড় হলাম তখন মাথায় চিন্তা এল, "নিজে প্রতিবন্ধি হয়ে অন্যের জন্য কেন খয়রাত দিব নিজের পাঁজর ?" এখন আমি এই বয়সে, খুঁজে ফিরি সেই মেয়েকে আমার পাঁজর যার গড়নে । ভাবছ, কেন খুজছি তারে ? ছিনতে হবে আমার পাঁজর, রাখতে হবে নিজের কাছেই । বড় হচ্ছি আরও, কত বড় হতে পারব জানিনা আজ তাও । দয়া করে আমার লেখা পড়ে নারী বাদিরা খেপে উঠবেন না, আর আমাকে নারী বিদ্বেষীও ভাববেন না । উৎসর্গঃ কেউ যদি ভেবে থাকেন আমার পাঁজরের হাড় থেকে আপনি তৈরি হয়েছেন তবে তা ভুলে যান, শুধু এই উৎসর্গ পত্র টুকুন গ্রহন করেই সন্তুষ্ট থাকুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।