আমাদের কথা খুঁজে নিন

   

মিসিং ইউ...



তোমার বসবাস আমার মনের সবটা জায়গা জুড়ে। সারাদিনের চলা-ফেরায়-চিন্তা-ভাবনায় তোমার উপস্থিতি। মাঝে মাঝে নিজেই অবাক হই, ক্লান্ত হতে চাই, বিরক্ত হতে চাই এই ভেবে যে তোমাকে নিয়ে সারাদিন অক্লান্তভাবে ভাবতে পারি কীভাবে????......সারাদিনের ২৪টা ঘন্টা-১৪৪০টা মিনিট-৮৬,৪০০টা সেকেন্ড আমি কীভাবে তোমার ভাবনায় পড়ে থাকি এর উত্তর আমার জানা নাই। এইটা কি ভালোবাসা???......নাকি অন্ধ ভালোবাসা...... হোক তা ভালোবাসা কিংবা অন্ধ ভালোবাসা, ভালোবাসা তো...তাই বেশ...এই কঠিন হ্রদয়ে এই নরম অংশটা যে কখনো এভাবে আসবে তা কি ভেবেছিলাম???...তাই তো আর সব মানুষের সাথে আমি পাষান হয়ে চলতে পারি, তোমার কাছে এসে বুদবুদ হয়ে যাই... দিনযাপনের সব কিছু তোমার সাথে মনে মনে ভাগাভাগি করে নেই। যখন খুব সুন্দর আকাশ আর তাতে মেঘেদের রং-বেরঙ্গের খেলা দেখি তখন মন চলে যায় তোমার ভাবনায়।

তুমি থাকলে কি ভালোই না লাগতো!...এই ভাবতে ভাবতে হা করে মেঘ দেখতে থাকি। রাস্তায় বড় বড় গাছগুলোতে যখন হরেক রঙের ফুল ফোটে, তখন মনে মনে তোমায় পাশে বসিয়ে দৃশ্যটা তোমার সাথে ভাগাভাগি করে নেই। একা একা দেখে নেই না স্বার্থপরের মত। যখন খুব ফুর্তি লাগে মনে, কোনো খুশির কথা শুনি, কোনো আনন্দের মাঝে থাকি, ভাবনা চাকা গড়িয়ে গড়িয়ে ঠিক ঠিক তোমার কাছে আমায় নিয়ে যায়। মনে হয়, এইরকম একটা সময়ে তুমি থাকলে কি জোশ ই না হত! কিংবা যখন আমার মন খারাপ থাকে, তখন ও তোমার কথা ভাবি।

মনে হয়, তুমি যদি থাকতে পাশে। পৃথিবীর যত মানুষের প্রতি আমার রাগ-ক্ষোভ সব নিয়ে তোমার কাছে অভিযোগ করতাম। বোকার মত কাঁদতাম। আর তুমি হাত ধরে বলতে, ' প্লিজ, চোখ মোছো, নইলে সবাই ভাববে আমি তোমাকে বকা দিয়েছি!"...আমি তখন হেসে দিয়ে চোখ মুছে ফেলবো। তোমাকে ছাই অষ্টপ্রহর মিস করি।

... তোমাকে যেদিন বার বার ফোন করেও পাইনা তখন মিস করি। তোমার সাথে তিন মাস ১৬ দিন দেখা হয় না। তাইতেও তোমাকে মিস করি। ...তুমি এত ব্যস্ত... এই যে এখন তুমি সিলেটে মামার বাড়ি বেড়াচ্ছ বন্ধুদের নিয়ে, এবং তোমাকে নেটওয়ার্ক এ পাওয়া যাচ্ছেনা বলে তোমার সাথে কথা বলতে পারছিনা...... তোমাকে এখনো অনেক অনেক অনেক মিস করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।