আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভাস্কর !

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

চাঁদের স্বপ্নে কাঁদে কি আকাশ বাতাস কি গায় গান, বিঘ্ন তাপস উড়ে কি একা শুনে মহুয়ার কলতান ! ফাগুনী স্বপ্নে বিভোর কে আর আমি ও মালা ছাড়া ? সিদ্ধপুরুষ তপস্যাতে মগ্ন থাকি ; উজান গাঙে বান ডেকে যায়, বৃষ্টির শব্দ উঠে গিটার ছাঁপিয়ে, কাঁপিয়ে ষোলো তার_ তপস্যা কার ? ঘোর অমানিশার পূজো হয় হৃদয়ের বেদীতে_ ফুল পড়ে, ঝুলে থাকে মায়াবী সুতো বেদনার ছঁকে ! বাঁকে বাঁকে হারিয়ে যায় সজীব স্বপ্ন কথন, তোলপাড় হৃদয়েতে ফাগুনের দুরাশা_ ব্যাঙ্গচিত্র আর রসময় কার্টুন এর ভরা আসরে আমি কেবলী বিমন ভাস্কর্য, খুদাই করা চোখ, মুখ, বুক.... ঘাসের দামে জন্ম আমার ! ধন্যবাদ_ শ্রমিক পিতা, আমার ভাস্কর্ ! লিখন ডিসেম্বর-০৬.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।