আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরী কত নির্ধরণ করা হবে?

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরী কত নির্ধরণ করা হবে? ডঃ শাহদীন মালিক লিখেছেন, "......... শ্রমিকদের দাবিদাওয়াকে ‘বিদেশি ষড়যন্ত্র’, ‘দেশ অস্থিতিশীল করার চক্রান্ত’ ইত্যাদি ভাবে আখ্যায়িত করার নিবুুর্দ্ধিতায় লিপ্ত না হয়ে শোষণের মাত্রা কমাতে হবে। তিন হাজার টাকায় দু-চার মাস সময় হয়তো ‘কেনা’ যাবে। ওই পর্যন্তই। বড় পোশাকশিল্প আছে অথচ মানি লন্ডারিং আইনে অপরাধী হবেন না, বুকে হাত দিয়ে কয়জন পোশাকশিল্পমালিক বলতে পারবেন। পারতেন, যদি আপনার শ্রমিককে জিজ্ঞাসা করতেন—একই বেলায় মাছ-মাংস দিয়ে পেটপুরে শেষবার কখন খেয়েছিলে মনে পড়ে কি?....." কথাতো সেটাই, তিনমাস পর? তারপর হয়তো আবার সেই ভাংচুর। কি বলবেন মালিকরা? মালেকদের লম্বা জিহ্বায় শান দেয়ার জন্য শ্রমিকদের কুত্তাপেটা করতে হবে? তাদেরকে বন্য প্রাণীর মতো গুলি করে করে, ছাদ থেকে ফেলে ফেলে মেরে ফেলতে হবে? মালকরা আজ শবে-বরাত করবেন, সামনে রোজা রেখে ইফতার করবেন, কোরবানীও দিবেন, বেহেশতের টিকেট কি নিশ্চিত হবে? Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.