আমাদের কথা খুঁজে নিন

   

বোবা ক্রন্দন

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

সভ্য স্বপ্নীল সভ্যতা ... মানুষের আমৃত্যু স্বপ্নই রয়ে যাবে, কেননা আজও একটুকরো রুটির ওপর আমরা হুমড়ি খেয়ে পড়ি, বানরের মতোই আমরা রুটি ভাগ করি, কুকুর হয়ে কামড়াতে চাই অপরকে ... অথবা ধর্ষনে লিপ্ত হই বিবেকের ! পার্থক্য এতটুকুই যে, ওরা মুখোশ চেনে না, আর আমরা, স্কুল-কলেজ-ভার্সিটিতে মুখোশ কিনি, শিক্ষা - সভ্যতার .... আমি দোষ দিই না বুশকে, কিন্তু আমি মানতে পারি ইরাক-আফগান শিশুর ক্রন্দন... আমি দোষ দিই না ক্রুসেড-কে, কিন্তু মানতে পারি নাইট টেম্পলার্স-দের অপমৃত্যুকে! কোনো দোষ দেখি না ভণ্ড ঐ ইমামের, যে কিনা ধর্ষন করে পাঁচ বছরের নাবালিকাকে ... আমি কোনো দোষ দেখি না সাদাদের, কিন্তু মানতে পারি না আজ বিপ্লবী কৃষ্ণকে! কোনো এক ছেলেবেলায় পড়েছিলাম, পৃথিবী এক স্রষ্টার সৃষ্টি ... আর ঘটে যাওয়া সবই তার লীলা !!! যদি তাই-ই হয়, তবে আমরা তার পুতুল, যদি তাই-ই হয়, তবে আমি বলবো, ভগবান, তুমি কোনো অংশেই কম নও সেই পুতুলটি থেকে, যে কিনা বিনাদ্বিধায় নৃশংসতা চালায় এক নেড়ির উপর... তুমি আছো কিনা জানি না ... it's a mystery !!! হয়তো যদি থাকো, তবে কড়জোরে করি নিবেদন ... বন্ধ কর, বন্ধ কর ... তোমার এই অসম লীলা প্রদর্শন ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।