আমাদের কথা খুঁজে নিন

   

বোবা ব্লগার

খাওয়া আর ঘুমান প্রধান কাজ। মাঝে মাঝে পড়ালেখা করি

আপনারা কী জানেন,আমি একজন বোবা ব্লগার?জানার কথা নয়,কারন-আমি অদৃশ্য ও বটে। ভেবেছিলাম ব্লগার হওয়া অনেক সহজ। কারন-আমি জানতাম,আমার ভাবনা গুলো সবার সাথে শেয়ার করার সবচেয়ে সহজ,সুবিধাজনক ও সর্বজন গ্রাহ্য মাধ্যম হল ব্লগ। তবে এই ব্লগে নিজের লেখা প্রকাশ করার অধিকার আদায়ের জন্য আগে আমাকে একদফা ''আন্দোলনে নামতে হচ্ছে।

দেশের নানান রকম অসঙ্গতি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে মাঠে নামার আগে ''সামু'' কর্তৃপক্ষ মনে হয় আমাকে দিয়ে প্র্যাকটিস করিয়ে নিচ্ছে। এখনো বাংলা লিখতে একটু কষ্ট হয়,তবু চালিয়ে যাচ্ছি। কারণ এই মুহূর্তে আমি আসলেই '''অন ফায়ার'''। একটু আগে একটা পোষ্ট দিলম। তাতে লিখেছি,আমার ব্লগের বয়স ''১০ দিনের বেশি''।

এখন নির্দিষ্ট করে বলতে চাই;এটা হবে ১৪ দিন ০৬ ঘণ্টা। গত ১৪ দিন যাবৎ প্রায় প্রতিদিন(১ দিন বাদে) ''সামু'' তে একসেস করি। অনেকের পোষ্ট পড়ি। কারওটা ভালো লাগে,কারোটা লাগে না। আমার ভাবনা গুলো তাদের করো সাথে শেয়ার করতে পারি না।

কারণ- প্রথমেই বলেছি,আমি একজন ''বোবা ব্লগার''। আমি অদৃশ্য;আমি আপনাদের দেখি,কিন্তু আপনারা আমাকে দেখতে পান না। কবে দেখতে পাবেন;আদৌ পাবেন কিনা তা ও জানি না। ব্লগার হওয়ার আশায় আমার যে নিরন্তর প্রচেষ্টা,আশা করি তা সফল হবেই। কারণ--''গাইতে গাইতে গায়েন;বাজাইতে বাজাইতে বায়েন''।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।