আমাদের কথা খুঁজে নিন

   

বোবা কান্না



আজ কতকাল হয়েগেলো--
বোবা হয়ে বসে আছি
বৃষ্টির শব্দ,আকাশের নীল
কালো ছায়া
ফুলে ফুলে দাপিয়ে বেড়ানো রঙিণ
প্রজাপতি......
কতকিছুই না দেখছি আর ভাবছি
তারপরও
বোবা হয়ে বসে আছি আমি ।
কতনা শব্দের লাঙ্গল চালিয়েছি
অনাবাদী উর্বর জমিনের বুকে
বানী চাওয়ার সে করুন
আর্তি জানিয়েছি দ্বারে দ্বারে
......তবুও বোবা হয়ে বসে আছি আমি ।
বৃষ্টির জলে ভিজে চোখের
জলকে লুকিয়েছি কতবার
শূণ্য
দৃষ্টিতে তাকিয়ে দেখেছি সময়ের
পালাবদল
নীরব নিরবতায় কেটে গেল কতকাল
......তবুও বোবা হয়ে বসে আছি আমি ।
মনের ভিতর
জমে থাকা আবছা কান্নার শব্দ,আর
শেষ
বিকেলে পথহারা উদাসী পথিকের
মত
আবার ফিরে এসেছি চির
চেনা ঘরে
......তবুও বোবা হয়ে বসে আছি আমি ।
প্রভূর নামে শত শত স্তুতী গেয়ে
বানী চেয়েছি বারবার...
আকণ্ঠ
সে স্তুতী হয়তো গলাতে পারেনি প্রুভূর
হৃদয়
তাইতো ...বোবা হয়ে বসে আছি আমি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।